আমাদের কথা খুঁজে নিন

   

মজার উক্তি

আকাশ ছোঁয়ার সপ্ন দেখি-------------- আকাশ ছোঁয়া সপ্ন

জলন্ত চুলায় তোমার হাত দশ সেকেন্ড ধরে রাখ মনে হবে যেন এক বছর। এক সুন্দরী তরুনীর সঙ্গে এক ঘন্টা বসে থাক, মনে হবে এক মিনিটও হয়নি। এটাই ''ল অফ রিলেটিভিটি। '' -----------------------আইনেস্টাইন । একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধোবীদের কাছে গিয়ে তার প্রশংসা কর।

----------------------------------------বেঞ্জামিন ফ্রাংকলিন। উপদেশ ক্যাস্ট্রল অয়েলের মতো। দেয়া সহজ, নেয়া কঠীন। ------------------------------------ জশ বিলিংস। রেফারীরা নিয়ম বোঝে কিন্তু খেলা বঝে না------------------বিল শ্যাংকলি।

শাশুড়ী আমাকে বলল,--- তুমি মরলে আমি তোমার কবরের উপর নাচব। আমি বললাম, ---মরার আগে আমি বলে যাব যেন আমাকে সমুদ্রে সমাহিত করা হয়। ---------------------------------------------লেস ডাওসন। টেলিভিশন যন্ত্রটা আমার কাছে শিক্ষামূলক যখনই এটা কেউ অন করে, আমি পাশের ঘরে গিয়ে পড়তে বসি। --------------------------গ্রুকো মার্ক্স।

মানুষই একমাত্র প্রানী যে ক্ষুধা না পেলেও খায় এবং তৃষ্ণা না পেলেও পান করে। ----------------------------------ওলিভার।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.