আমাদের কথা খুঁজে নিন

   

সহযোদ্ধারা সালাম - আপনারা দেখিয়েছেন আমরা কী পারি !

সহযোদ্ধারা সালাম । আপনাদের সবার পরিশ্রমে এবং চেষ্টায় সামুর ছাগু শুয়োরগুলা এখন প্রায় গোয়ালছাড়া । বিকেলের পর থেকে শুয়োরগুলার আনাগোনা কম । হয়তো শুয়োরগুলা আবার আসবে কাল, কিন্তু আমরাও জেগে আছি সতর্ক হয়ে আর নিশ্চই আপনারাও আছেন । আজ সারাদিন সামুতে যে ফাইট হয়েছে তা এককথায় অসাধারণ ! নতুন অনেক ব্লগাররা যারা সাধারণত লেখেন না তারাও যোগ দেয়ায় অভিনন্দন ! আর অনেক পুরানো ব্লগার যাদের লিখনিশক্তি অসাধারণ কিন্তু না না কারণে সামু থেকে দুরে ছিলেন তাদের যোগ দেয়াতে অন্য রকম শক্তি পাচ্ছি ! ধন্যবাদ দিয়ে কাউকে খাটো করবো না, কারণ জানি যারা করেছেন তারা নিজেদের হৃদয়ের টানেই করেছেন, এই দেশকে, দেশের মানুষকে অসম্ভব ভালবাসেন বলেই চুপ থাকতে পারেন নি।

সম্মিলিত মানুষের ভালবাসার কাছে কিছুই যে অসম্ভব না তার আজ আবারও প্রমাণিত ! যে দেশের মানুষ দেশকে এতটা ভালবাসে, সেই দেশকি কখনও পিছিয়ে থাকতে পারে? সেই দেশকে কি কখনও পিছিয়ে রাখা যায়? না, কখনও না । আজ সরকার নতুন করে আইন সংশধনের ব্যবস্থা করছে, নির্বাচন কমিশন সিরিয়াসলি জামাতকে নিষিদ্ধ করার করা ভাবছে, বিবিসি-সিএনএনে শাহাবাগ নিয়ে পজিটিভ নিউজ করা শুরু হয়েছে - এগুলো সবই সম্মিলিত মানুষের অর্জন । কিন্তু এ কেবল শুরু । আরও অনেক পথ বাকি । এখনও ষড়যন্ত্র চলছে, চলছে নানা অপপ্রচার, নানা প্রপাগান্ডা।

আমাদের সবাইকে সজাগ থাকতে হবে - রাস্তায় এবং অনলাইনে । কোনভাবেই ভুলে গেলে চলবে না যে ছাগুশুয়োরেরা এখন মরিয়া, মরণ কামড় দিতেই পারে । কোনওভাবেই আত্নতুষ্টিতে ভোগা যাবে না যে অনেক করে ফেলছি । যারা ৪২ বছর ধরে বাংলার মাটিতে বিষবৃক্ষ বপন করেছে তাদের এত সহজেই উৎপাটন করা যাবে না । তাই আমাদের লড়তে হবে শেষ মুহুর্ত পর্যন্ত , যে পর্যন্ত সব রাজাকারদের ফাসি কার্যকর না হয় ।

মনে রাখতে হবে এই লড়াইয়ে জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই - হয় মার, নইলে মর । আমরা দেখিয়েই ছাড়বো যে 'আমরা', আজকের প্রজন্ম কী করতে পারি ! যা আমাদের পূর্বসুরীরা শুরু করেছিলেন, তা শেষ করবো আমরাই ; যেন আমার সন্তান আমাকে ঔ প্রশ্নটি না করতে পারে যেটি আমি আমার বাবাকে ছোট্ট বেলায় করেছিলাম "বাবা, তোমরা যদি দেশকে এত্ত ভালবেসে যুদ্ধই করে থাক তাহলে আজও রাজাকাররা এদেশে বেচে থাকে কিভাবে?" সবাইকে আবার সালাম ! আসুন দেখিয়ে দেই "এই দেশ আমাদের, কোনও পরাজিত শুয়োরছানাদের নয় । " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.