আমাদের কথা খুঁজে নিন

   

সহযোদ্ধারা সাবধান ! ছাগু শুয়োরেরা অনলাইনে এখন অনেক বেশি এ্যাক্টিভ !

৪২ বছর পর আমাদের জাগরণ দেখে রাজাকার ও তাদের বাচ্চা ছাগুদের বারবার প্যান্ট ভিজে যাচ্ছে এটাই স্বাভাবিক । ভয়ে তো বাইরে আসতে পারছে না, তাই ঘরের চিপায় বসে কি-বোর্ডয়ে আব্বাদের বাচাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে । যেহেতু আমরা বেশীর ভাগই শাহাবাগে, আর ওখানে বসে ব্লগিং করাটা বেশ টাফ - গতকাল দেখলাম মোবালের নেটওয়াকই প্রায় জ্যাম ছিল; সুতরাং অনলাইন এখন ছাগুদের জন্য মোটামুটি ফাকা মাঠ । খেয়াল করে দেখলাম কয়েকটি সুনিদিষ্ট পদ্ধতিতে ওরা পুরো আন্দলনটিকে নিয়ে বিব্ভ্রান্তি ছরিয়ে আমাদেরকে ডি-মোটিভেট করার চেষ্টা করছে - ১। এই আন্দোলন আর ব্লগারদের হাতে নেই - দখল হয়ে গেছে ইত্যাদি : আরে ছাগুর বাচ্চা আন্দোলন কি তোদের মগবাজারের গোয়াল নাকি যে 'দখল' হয়ে যাবে ! আন্দোলন আমরা ব্লগাররা শুরু করেছিলাম এবং আমাদের গরবের বিষয় যে এটি এখন সারা বাংলার সমস্ত গন-মানুষের আন্দোলন হয়ে গেছে - কিছু ছাগু শুয়োর ছাড়া ।

এটাকে দখল বলে না - এর নাম একাত্ততা । ২। আন্দোলন এখন আওয়ামী লিগের হাতে, ছাত্রলীগের হাতে : ওরে শুওরেরা সাহস থাকলে একবার শাহবাগে এসে দেখে যা এখানে কারা আছে ! এখানে আছে সারা বাংলাদেশ - শুধু তোদের মত কিছু বেজন্মা শুয়োর ছাড়া । আর 'জয় বাংলা' আওয়ামী লিগের বাপের সম্পত্তি না । এটা ৭১-এর গণমানুষের শ্লোগান যা শুনে তোদের আব্বারা প্যান্ট ভিজায় ফেলত, আর এখন ভিজাচ্ছিস তোরা ।

তাই এই শ্লোগানকে নিয়ে এত কথা, এত এলাজি ! শাহাবাগে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন সবাই আছে শুধু তোদের মত কিছু বেজন্মা শুয়োর ছাড়া আর তোদের ভাই-বেরাদাররা ছাড়া । আন্দোলন আমাদের, সারা বাংলার মানুষের । খামাখা উল্টা ল্যাদাইয়া লাভ নাই । ৩। বিভিন্ন নিক নিয়ে বলছে "আমি প্রথম ২ দিন শাহাবাগে ছিলাম, এখন পরিবেশ অন্যরকম হয়ে গেছে; তাই চলে আসছি ইত্যাদি" : এইটা হলো রিভাস্ খেলা ।

পরিবেশ ঠিকই আছে - তোদের আব্বাদের পাছায় আগুন লাগল বলে, আর রক্ষা নাই । এইসব বোগাস রিভাস্ খেলে মানুষ কমাতে পারবি না রে ছাগু । সময় থাকতে তোদের পেয়ারা পাকিস্তানে পালা , পরে ফ্লাইটে সিটও পাবি না - সব তোদের আব্বারা বুকিং দিয়া রাখতেছে। এখনই পালা । ৪।

আওয়ামী লিগের রাজাকাররা বেচে যাবে কেন (এই টপিকের সবচেয়ে বড় কার্ড হচ্ছে হাসিনার বেয়াই ) : শুনে রাখ শুয়োরেরা স-ও-ব রাজাকারদেরই বিচার হবে, যে দলেরই হোক। তোদের মেইন আব্বাগুলারে আগে ঝুলায় নেই, তারপর তোদের চাচাদেরকেও ঝুলাবো, আর সবশেষে তোদের - সবার সময়ই আসছে । ৫। এই আন্দোলনের আড়ালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে : ওরে শুয়োর ছানারা, আর কত ধর্ম বেচবি ? ইসলামের আসল শত্রুতো তোরাই, তোদের কারণেই আমরা মুসলমানরা আজকে বিশ্বের সব জায়গায় সন্দোহের শিকার । শুনে রাখ শুয়োরেরা এই আন্দোলন তোদের আব্বাদের ঝুলানোর জন্য - খামাখা ধর্ম বেচে বিব্ভ্রান্তিতে আমাদের আর ফেলতে পারবি না ।

আমরা ইন্টারনেট, ফেসবুক জেনারেশন - অশিক্ষিত মুর্খ না । এই রকম আরও কিছু টপিক আছে যেমন বাম, ছাত্রলীগ, সরকারের রাজনীতি ইত্যাদি - এই স-ও-ব কিছুরই উদ্দেশ্য একটাই এই আন্দোলকে বিব্ভ্রান্তিতে ফেলে নষ্ট করা । তাই দেশের ভেতরে বা বাইরে যে যেঝানে সহযোদ্ধারা আছেন সবাই প্লিজ কোনও রকম বিব্ভ্রান্তিতে না পরে এই শুয়োরদের প্রতিরোধ করুন । আমরা আছি শাহাবাগে কিন্তু অনলাইন স্পেস যেন ওদের দখলে যেতে না পারে । যে যেখানে আছেন, এদের আক্রমণ করুন ।

৪২ বছর সয়েছি কিন্তু আর নয় । এবার হয় আমরা, নয়তো ওরা - মাঝামাঝি আর কিছু নয় । আজ ওদের জানিয়ে দেবার সময় "এই দেশটা আমাদের ; কোনও পরাজিত শুওরছানাদের নয় । " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.