যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
একবার হইলো কি আমি গেলাম চাকুরীর একটা ইন্টারভিউ দিতে। তখন বৈশাখ শুরু হয় নাই, চৈত্রের শেষের দিকে হইবে। ইন্টারভিউটা তেমন গুরুত্বপূর্ণ না, নতুন এক জায়গায় জয়েন করছি, এই অবস্থায় ছাড়া যায় না। কিন্তু যেহেতু ডাকছে নিজেরে একটু যাচাই করা আরকি।
তো যখন পথিমধ্যে, আর মাত্র কয়েক মিনিটের পথ, নামলো ঝুপ ঝুপাইয়া বৃষ্টি।
ইচ্ছা হইলো না সেই বৃষ্টির ফোটারে অবজ্ঞা করি। ভিজলাম। মনের সাধ মিটাইয়া ভিজলাম। এবং ভিজতে ভিজতে বাসায় ফিরলাম।
গত পড়শু রাইতে যখন বৈশাখের প্রথম বরিষণ হইলো তখন রাইত বারোটা।
বড় সাধ ছিল এইবার ভিজুমই......কিন্তু হইলো না। ইচ্ছাটা ঠিক বৃষ্টির মত জোড়ালো হইলো না। কিন্তু যাহাই আকাশ হইতে পড়িল তাহার পতন দৃশ্যে বড় আল্লাদিত হইলাম।
১৪১৬ এর প্রথম বৃষ্টিকে ছবিশৃংখল কইরা রাখলাম আগামী প্রজন্মের জন্য। বৃষ্টি পতন কাল গত বৃহষ্পতিবার নাইট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।