মাধবী মন নিয়ে এসো জোনাক।এসো প্রত্যয়ের নিখিল বোশেখে
এবার জয়ধ্বনি তোলে সকল বিষাদ দেবো ঢেকে
আর দিয়ে প্রাণের পরাগ, সাজাবো প্রজন্মের প্রিয় মহাকাল
ফলবতী মাটির সকাশে নত থাকে যে সবুজ কিংবা লাল
রঙের ফোয়ারা , তার স্বরবর্ণ খুঁজে ফিরবো গ্রামে গ্রামান্তরে
লিপির ললাটে এঁকে ধানজন্ম ছবি ,ফসলের ছায়াভাঙা ভোরে
গেয়ে যাবো আরেকটি ভাটিয়ালি গান। সুরে সুরে প্রেমের আদান
আর বিশ্বাসের নমিত চাতক ,উড়িয়ে আকাশে - দু:খের বিধান
বদলে দেবো। ঝড় এসে যোগাবে অনাগত মানুষের সাহস
এসো ফুল,এসো পাখি বোশেখি বৈভবে সাজাই সূর্যপরশ।
ছবি - প্রিসিলা নরিস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।