আমি বিশ্বাস করি ... .. .
আর কেউ দেখেছেন কিনা জানিনা , কিন্তু আমি প্রথম দেখলাম । কি দেখলাম বলি ।
আমি আর আমার এক বন্ধু আজ ধানমন্ডি থেকে আসছিলাম । রিক্সা ঠিক করতে হবে । এক লোককে বললাম ।
সে ৫ টাকা বেশি চাইল । বলল রিক্সা নাকি auto , আরামে যাব । ঠিক বুঝলামনা কি , কিন্তু উঠলাম কারন তাড়া ছিল । উঠার কিছু পরে বুঝতে পারলাম ঘটনা কি ।
রিক্সায় উঠার একটু পরে খেয়াল করলাম অন্য রিক্সাওয়ালারা কিভাবে যেন তাকাচ্ছে আমাদের দিকে ।
বুঝতে পারলাম না । তাদের নজরের দিকে নজর দিলাম । দেখলাম আমাদের রিক্সাওয়ালার পা । তিনি আরামে দুই পা তুলে বসে আছেন ! সামনে তাকালাম , দেখি রিক্সাও চলে । হতভম্ব হয়ে গেলাম ।
ব্যাপার কি ?
জানলাম রিক্সাওয়ালার কাছ থেকেই । ব্যাপার আর কিছুইনা । রিক্সায় একটা motor লাগানো হয়েছে । electricity তে চলে । ৪ ঘন্টা charge দিলে ৭ ঘন্টা চলে ।
৬০ হাজার টাকা খরচ হয়েছে ।
মনে মনে বললাম , ভালই ।
আপনারা কি বলেন ? customized rickshaw ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।