আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার সব সুবিধা নিয়ে একটি modified Opera mini

প্লিজ ডোন্ট লীভ মি কল্পনা করেছেন কখনো যে আপনার মোবাইলের অপেরা মিনি তে IDM!! কখনো কি ভেবেছেন অপেরা মিনিতেই বাজছে মিউজিক,চলছে ভিডিও! পড়তে পারছেন PDF,TXT,SRT ইত্যাদি ফাইল। কোন ফোল্ডার hidden করে ফেলছেন নিমিষেই!!change করতে পারছেন আপনার IP! একসাথে দুইটি ট্যাবে চালাচ্ছেন দুইটি ফেসবুক একাউন্ট! লক করে রাখছেন আপনার অপেরা! হ্যাঁ, আপনি কল্পনা করে থাকেন বা নাই থাকেন, আমি আপনাকে দিচ্ছি একটা স্পেশাল অপেরা মিনি। যাতে আছে সব। কল্পনার সব উপাদান!এখান থেকে ডাঊনলোড করুন। http://www.mediafire.com/?ft0nlbnpe9u50lj সাইজ মাত্র ৪৩২ কেবি আর Version 4.20 modified সব ফাংশন সম্পর্কে লিখার ধৈর্য্য নাই।

দুয়েকটা বর্ণনা করলাম। যদি আপনি একসাথে দুইটি ফেসবুক চালাতে চান : প্রথমে অপেরা মিনি টি অপেন করুন। facebook.comএ যান। লগ ইন করুন। এইবার দেখুন অপেরাটির বাম কোণায় নিচে MENUআছে।

মেনু তে যান। উপরেই আছে go to. তার নিচে windows. Windows এ ক্লিক করুন। new private এ ক্লিক করুন। আরেকটি নতুন window আসবে। এই tab টার বৈশিষ্ট্য হল এই খানে আপনিযে যে সাইট ভিজিট করবেন তার কোন রেকর্ড থাকবে না।

এইবার http://www.facebook.comএ যেয়ে নতুন আরেকটি ID তে লগ ইন করুন। আগের বারের মতো করে মেনু থেকে go to তে যান। এইবার file manager এ যান। ওপেন করুন আপনার E drive (memory card)! play করুন আপনার পছন্দের গান! (PHONE SILENT থাকলে হবে না। ) যদি PDF, TXT, SRT ইত্যাদি পড়তে চান।

> আগের বারের মত করে মেমোরী কার্ডে যান। যেই ফাইল টি পড়বেন তার উপর পয়েন্টার থাকা অবস্থায় menu তে যান। open এ ক্লিক করেন। তারপর TEXT/WIN এ ক্লিক করলে একটু পর open হয়ে যাবে আপনার pdf,txt or srt বাকি feature টেস্ট করার দায়িত্ব আপনাদের! কিছু না পারলে বা সমস্যা হলে জানাবেন। (অপেরা মিনি কিন্টু মোবাইল এর জন্ন্যে।

) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।