সময়ের পদধ্বনি ধরে রাখি বিহগ বিম্বে
আমরা একটা মানবিক অন্তর্গত কিছু করব বলে জড়ো হয়েছি এখানে,
ইদানীং শুনছি ঈশ্বরের চিলেকোঠায় হানা দিচ্ছে স্বয়ম্ভু মানুষদল এবং
ইতিহাসবিদ তেলাপোকাসকল।
আমরা কিছু একটা মানবিক করে ফেলব দিন দুই-তিনেকের মাঝেই;
অর্থ-বিত্ত-জোশ-লালসা ইত্যাদি কোন কিছুই নয়- বৈকালিন আস্তিনের
খাপে খাপে উঠে আসা আত্মসংঘর্ষী নির্জন।
সায়াহ্নে বসেছি শুভালক্ষ্মী নদীর পাড়ে
মায়াকোষে খাঁ খাঁ নির্জন নিয়ে,
কাঁচচাঁদের জোছনায় শরীর মাপি এখন,
দেয়ালের কোলাহলে মিশে থাকে ধনেপাতার নৈঃশব্দ্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।