আমাদের কথা খুঁজে নিন

   

বনময়ূরীর নাচ ...

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান।রবীন্দ্রনাথ
বিচিত্র বর্ণের নাচ। এক জোছনার বনে নাচছে বনময়ূরীর দল। চারিদিকে জোছনামূখর নির্বাক গাছপালা- তারই ফাঁকে অল্পখানি ঘাসের প্রান্তর- বনময়ূরীরর দল নাচছে সেখানেই। অপূর্ব ওদের নৃত্যের ভঙ্গিমা। অপূর্ব ওদের ছন্দসুষমা। আপনমনে নাচছে তারা। তো কী ভাবে ঐ অপার্থিব দৃশ্য প্রকাশ করা যায় যন্ত্রসংগীতে? বাঙালি কম্পোজার আনন্দ শঙ্কর এমনই এক থিম প্রকাশ করেছেন তাঁর Dancing-Peacocks কম্পোজিশনে। আনন্দ শঙ্করের ড্যান্সিং পিককস এমপি থ্রি ... Click This Link আনন্দ শঙ্কর; ডানদিকে সেতার নিয়ে ...অন্যেরা তাঁরই অর্কেষ্ট্রার বাদক
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.