আমাদের কথা খুঁজে নিন

   

মৌমাছি

পোকামাকড় মৌমাছি আমার খুব প্রিয়। মৌমাছি খুব উপকারি পোকা। মৌমাছির মধু খুব ভালো ঔষুধ। মৌমাছি আমাদরে শুধু মধু দিয়েই উপকার করে না,মৌমাছি ফুলের পরাগায়ন করে ফসল ফলায়। মৌমাছির পরাগায়নে ফসল ভালো হয়।

ফসল বেশী হয়। মৌমাছির পরাগায়ন অন্য উপায়ে করা সম্ভব নয়। আজকাল ঘন ঘন কীটনাশক দেওয়াতে মৌমাছি মারা যাচ্ছে। মৌমাছির চাক দেখলে নির্বিচারে সে চাক ভেঙে ফেলা হচ্ছে যে মৌমাছি কামড়াবে। কিন্তু মৌমাছির চাককে উদ্দেশ্য করে ঢিল না ছুঁড়লে মৌমাছি জীবনেও কামড়াবে না।

আর সবচেয়ে বড় ব্যাপার হল যে,মৌমাছি কামড় দেওয়ার পর মারা যায়। একটি মৌমাছি একবার কামড় দিতে পারে এবং কিছু সময় পর মারা যাবে। আমরা আমাদের নিজের উপকারি পোকাকে এভাবে ধ্বংস করছি। কীটনাশক আসলে খানিকটা অকারণেও দেওয়া হচ্ছে। বিভিন্ন্ প্রকার কীটনাশক দেওয়া হয় ফসল ভালো হওয়ার জন্য,ফল বেশী হওয়ার জন্যে।

কিন্তু এ কীটনাশক আসলে যে গাছে দেওয়া হচ্ছে সে গাছেরই ক্ষতি হচ্ছে তা অনেকেরই জানা নাই। এসব কীটনাশক দেওয়াতে গাছের উপকার হয় না বরং,অপকার হয়। একটি মৌমাছি চাকে চার রকম মৌমাছি থাকে। একটি রাণী ও একটি রাজা থাকে। দুই এক’শ কর্মী থাকে।

কর্মীরা খাবার সংগ্রহ করে ও বাসা পাহারা দেয়। কিছু পুরুষ মৌমাছি থাকে। আমরা সবাই মৌমাছিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাবো। মৌমাছি আমাদেরই উপকার করে। নিচে কিছু মৌমাছির ছবি দেওয়া হলো।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।