আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরা-আজিমপুর রুটে পুরানো বাসে নতুন রঙ: ডিজিটাল টিকেটিঙের নামে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি

...

উত্তরা-আজিমপুর রুটে চালু হয়েছে উন্নততর যাত্রীসেবার অঙ্গীকার নিয়ে বাসরুট ফ্র্যাঞ্চাইজ (বিআরএফ) পদ্ধতির বাস। বিআরএফ পদ্ধতিতে একটি রুটে চলাচলকারী সব বাস একটি কোম্পানির অধীনে নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চালানো হয়ে থাকে। সে হিসেবে আজিমপুর-উত্তরা (রুট নং ২৭/এ) রুটে চলাচলকারী বিভিন্ন কোম্পানির বাস একটি কোম্পানির অধীনে চলবে। এগুলোর সবগুলোর গায়ের রং ও টিকেট কাউন্টার এক হবে। অচিরেই এ পদ্ধতিতে (এ রুটে) চালু হবে ডিজিটাল টিকেটিং সিস্টেম।

মঙ্গলবার উত্তরা থেকে বিআরএফ পদ্ধতির বাস উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রাথমিকভাবে ২৭/এ রুটে চলাচলকারী দুলদুল পরিবহন, বেভকো পরিবহনসহ বিভিন্ন লাইনের ১০০টি বাস নিয়ে এ সেবাটি চালু হয়েছে। সূচনা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এর সমন্বয় করছে। উন্নততর সেবার অঙ্গীকার নিয়ে চালু হলেও প্রথম দিন অবশ্য দেখা গেছে নতুন রঙের প্রলেপ দেয়া পুরোনো বাসই। মঙ্গলবার সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে সেই চিরাচরিত বাসের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা।

প্রায় দেড় ঘণ্টা পর একটি বাস এলে তাতে বাদুড়ঝোলা হয়ে ওঠেন যাত্রীরা। সেখানে দাঁড়ানো ছিলেন দুলদুল পরিবহনের রোড সুপারভাইজার মজিবর রহমান। তিনি জানালেন, নতুন চালু হয়েছে বলে বাস কম। এছাড়া প্রচণ্ড যানজটের কারণে বাসগুলো আজিমপুর থেকে আসতে পারছে না। সুপারভাইজার মজিবর জানান, আজিমপুর (পলাশী) থেকে উত্তরা (হাউজ বিল্ডিং) পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ৪০ টাকা আর সাধারণ বাসের ভাড়া ৩৫ টাকা।

ঘন ঘন যাত্রী ওঠা-নামা বন্ধ করার জন্য খুব স্বল্প দূরত্বের যাত্রীদের ‘নিরুৎসাহিত করতে’ ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ২০ টাকা। বাস সেবা পুরোমাত্রায় চালু হওয়ার পরও দাঁড়িয়ে যাত্রী নেয়া হবে কি না জানতে চাইলে মজিবর বলেন, ‘এই রুটে সিটিং বাস চালানো খুবই কষ্টকর। যানজটের শহরে কখনো কখনো এক দেড় ঘণ্টা কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করেন যাত্রীরা। একটি বাস এলে নিয়মনীতি, আমাদের বাধা না মেনেই তারা বাসে ঝুলে পড়েন। ’ বাসের যাত্রী নকীবুর মন্তব্য করেন, আগের নিয়মে স্বল্পদূরত্বে কম ভাড়া নেয়া হতো।

এখন পুরোনো বাসেই বেশি ভাড়া গুনতে হচ্ছে। দাঁড়িয়ে যাত্রী নেয়া হচ্ছে। তবে স্টপেজের সংখ্যা কমেছে। বাসকর্মী সুজন জানান, আজিমপুর থেকে উত্তরা যাওয়ার পথে পলাশী, আজিমপুর, নীলক্ষেত, সিটি কলেজ, কলাবাগান, শুক্রাবাদ, মানিকমিয়া এভিনিউ ও ফার্মগেটে কাউন্টার রয়েছে। আর উত্তরা থেকে আজিমপুরের পথে হাউজ বিল্ডিং, আজমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত ও কাকলীতে কাউন্টার রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।