...
অসা¤প্রদায়িক কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে গীতার ভূমিকা অনস্বীকার্য। গীতা দেশ, মাটি ও মানুষকে ভালোবাসতে শেখায়। মানুষের সুপ্ত মানবীয় সত্তাকে জাগ্রত করাও গীতার অন্যতম কাজ। গীতা মানুষকে ধর্মপথে পরিচালিত করে। তাই সকলের গীতার আদর্শ গ্রহণ করা উচিত।
গত ১৭ এপ্রিল শুক্রবার নগরীর অভয়মিত্র মহাশ্মশান প্রাঙ্গণে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা উক্ত কথা বলেন। সকাল ৯টায় শ্বেত কবুতর ও বেলুন উড়ানোর পর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রিয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব শংকর প্রসাদ দেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ। মহান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শ্যামল কান্তি বিশ্বাস। সংগঠনের সভাপতি দীলিপ ভট্টাচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রনী)।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়-য়া, চবি রসায়ন বিদ্যা বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, পতেঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক সুমন বড়-য়া, ওয়ার্ড কাউন্সিলার চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ফাদার জোসেফ জীবন গোমেজ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক উজ্জ্বল দেব, অধ্যাপক বিজয় লক্ষ্মী দেবী, কাজল দত্ত, এডভোকেট উত্তম দত্ত, এডভোকেট তপন দাশ, প্রকৌশলী চন্দন দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, লোককবি কল্পতরু ভট্টাচার্য, ডা. স্বপন দাশ, মিথুন ভৌমিক, গনেশ দে, সুজিত দাশ, অধ্যাপক রূপন ধর, সুশীল বিকাশ নাথ, অলক রায় ও রূপম চক্রবর্তী। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল অভিষেক, বস্ত্র বিতরণ, গাছের চারা বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, গুণীজন সংবর্ধনা, ধর্ম সম্মেলন ও পুরস্কার বিতরণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।