জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
প্রথমতঃ নামাযে বিনয়-নম্রতা ও একাগ্রতা।
দ্বিতীয়তঃ অসার বাক্যলাপ থেকে বিরত থাকা।
তৃতীয়তঃ নিয়মিত যাকাত দান করা।
চতুর্থতঃ নিজেদের লজ্জাস্থানের হিফাজত করা।
পঞ্চমতঃ ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করা।
ষষ্টতঃ নামাযে পূর্নরূপে যত্নবান হওয়া।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন- " অবশ্যই মু'মিনগন সফলকাম হয়েছে। যারা নিজেদের সালাতে বিনয়-নম্র, যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে, যারা যাকাত দানে সক্রিয়, যারা নিজেদের যৌন অংগকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভূক্ত দাসীগন ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না, এবং কেই এদের ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের সালাতে যত্নবান থাকে"। (সূরা-মু'মিনঃ ১-৯)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।