গুয়ান্তানামো হচ্ছে অনির্দিষ্টকাল ধরে ও গোপনে আটক রাখা, বলপূর্বক অন্তর্ধান, বন্দী হস্তান্তর ও নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের এক হিমশৈলের দৃশ্যমান চূড়া - যদিও তা স্বচ্ছতা থেকে অনেক দূরে রয়েছে৷
সিআইএ-এর অবৈধ বন্দী হস্তান্তর কর্মসূচি সন্দেহভাজনদেরকে গোপনে অন্য দেশের হেফাজতে স্থানান্তর করে যেখানে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয় বলে জানা যায়৷
অন্য দেশে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে এমন অনেক ব্যক্তিকে পরবর্তীতে গুয়ান্তানামোতে স্থানান্তর করা হয়৷
বন্দী হস্তান্তর কর্মসূচি বন্দীদেরকে যুক্তরাষ্ট্র পরিচালিত অন্যান্য কারাগারে স্থানান্তর করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সারা বিশ্বজুড়ে সিআইএ-পরিচালিত গোপন আটক কেন্দ্রগুলো৷ এই সব গোপন কেন্দ্রগুলো আফগানিস্তান, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল দিয়াগো গার্সিয়া, জর্দান, পাকিস্তান, থাইল্যাণ্ড ও পূর্ব ইউরোপে রয়েছে বলে জানা যায়৷
৬ সেপ্টেম্বর ২০০৬ তারিখে প্রেসিডেন্ট বুশ সিআইএ-এর কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন, যখন তিনি গোপন কারাগার থেকে ১৪ জন বন্দীকে গুয়ান্তানামোতে স্থানান্তরের ঘোষণা দেন৷ তারপর থেকে কমপক্ষে আরো দুইজন ব্যক্তিকে সিআইএ-এর হেফাজত থেকে গুয়ান্তানামোতে স্থানান্তর করা হয়৷
বিস্তারিত পড়ুন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।