আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-রাজ্যে অভিযান (১৫): Allegiance!

শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
মধ্যযুগের ইউরোপীয় সামন্ত-প্রথায়, একজন সামন্তপ্রভু তার মালিকানাধীন বিস্তীর্ণ ভূমিকে বিভিন্ন তালুক বা মৌজায় (fief) ভাগ করে ভূমিদাস প্রজাদেরকে দান করত চাষবাস করে জীবিকা নির্বাহের জন্য। অবশ্য ফিয়েফ শুধুমাত্র ভূমিকেই নির্দেশ করত না; একেকটি ফিয়েফ ছিল পরিপূর্ণ এলাকা যাতে থাকত ন্যূনতম একটি গ্রাম, ভূমিদাসদের জন্য কুঁড়েঘর, কাছারি ঘর বা দুর্গ, এবং খাদ্যদ্রব্য উৎপাদন ও সংগ্রহ করার জমি—ফসলের মাঠ, চারণভূমি, জঙ্গল প্রভৃতি। পানীয় জল এবং মাছের উৎস হিসেবে জলাভূমি বিশিষ্ট ফিয়েফের ছিল বেশ কদর। ফিয়েফে চাষাবাদকারী ভূমিদাসদের (serf) বলা হতো ভ্যাসল (vassal)।

এদেরকে লিয়েজ (liege) বা লিয়েজ-ম্যান (liegeman) হিসেবেও সম্বোধন করা হতো, এবং এদের সামন্তপ্রভুটিকে বলা হতো লিয়েজ-লর্ড (liege-lord)। লিয়েজ-লর্ড হতে পারত একজন নাইট, একজন ওভার-লর্ড কিংবা, এমনকি, রাজা বা রানী নিজেই। যুদ্ধবিগ্রহের কারণে লিয়েজ-লর্ড পরিবর্তিত হতো, কিন্তু ভূমিদাস লিয়েজগণ সবসময় থেকে যেত ভূমির সাথে, বংশপরম্পরায় তারা কাজ করে যেত লর্ডের জন্য। তারা আসলে ভূমিরই একটি অংশ হিসেবে পরিগণিত হতো। ফিয়েফের মাধ্যমে লিয়েজ-ম্যান তার প্রভুর কাছ থেকে লাভ করত অর্থনৈতিক এবং সামরিক নিরাপত্তা।

বিনিময়ে প্রভুর প্রতি সে প্রদর্শন করত বশ্যতা ও আনুগত্য—যাকে বলা হয় allegiance, মানে to the liege-lord, লিয়েজ-প্রভুর প্রতি (বশ্যতা ও আনুগত্য)। allegiance n. জাতি, সার্বভৌমত্ব, আন্দোলন, ব্যক্তিবিশেষ প্রভৃতির প্রতি আনুগত্য: “The tribal leaders express their allegiance to the nation.” সমার্থক: fidelity, dedication, fealty, loyalty ফেসবুকে নাইটহুড গেইমে দুইজন লিয়েজ/ভ্যাসল এবং তাদের লিয়েজ-লর্ড
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.