Sad Cafe
শিয়রে অনিদ্রা আমার
আঙ্গুলেরা গুনছে ভুল, উন্মূল। বিপন্ন এ্যাবাকাস আমার,
আমি সৌর-গণনারীতির ভেতরে হারিয়ে ফেলেছি তাকে
বিভ্রম ও সংখ্যাবিন্যাসের ঘোরে।
এসো, অবয়ব ভুলে যাই।
শিয়রের কাছে পড়ে থাক মৃতসব পাখির পালক -
দ্বিধা ও বিস্মরনে।
গ্রন্থিকের অহমিকা কী অনায়াস ভেঙ্গে পড়ে এইখানে !
টিয়াপাখির ঠোঁট থেকে আসে বিপন্ন খাম, সকল পূর্বাভাসে।
মৌনতার ভেতর যখন শায়িত রয়ে যায় আমার আঙ্গুল।
________________________________________
আন্দালীব / ২০০৬
[অনিদ্রা নিয়ে বাড়াবাড়িই হয়ে যাচ্ছে বোধহয়। পুরনো নোটবুক ঘাঁটতে গিয়ে এই লেখাটা পাওয়া গেলো। শেয়ার করার লোভ সামলানো দায়। বছর তিনেক আগে লিখিত; আর দ্বিধা নিয়ে এইখানে নিবেদিত।
]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।