আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার শিয়রে ৭১

দেশকে ভালবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। রাজাকারবিহীন বাংলাদেশ দেখতে চাই।

সাইত্রিশ বছর পরে ছাই চাপা আগুন এবার লেলিহান অগ্নিশিখায় শাসকের ধারাবাহিক সিদ্ধান্তহীনতায় যা প্রায় লুপ্ত হতে বসেছিল রাষ্ট্রীয় চেতনায়....... ওরা জানেনা যে শিকড়ে এই বাংলাদেশ তা উপড়ানো যায় না কালের প্রহরে হচ্ছে মহীরুহের আত্মপ্রকাশ...... সাবধান! শ্বাপদের দল; বিন্দু বিন্দু চেতনায় আজ মানবসাগরে গণজোয়ারের ঢেউ দাবী একটাই "ঘাতকের ফাঁসি চাই" এই বাংলায়........ ত্রিশ লক্ষ শহীদের রক্ত বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষ্যা ধলেশ্বরী হয়ে সাগরের মোহনায় দুই লক্ষ মুক্তিযোদ্ধা মা বোনের সম্ভ্রমহানি এই প্রজন্মের রক্তে দিয়েছে আগুন চেতনার শিয়রে দাঁড়িয়ে ৭১ বলছে এইতো সময় ঘুরে দাঁড়াবার....রুখে দাঁড়াবার.............


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।