আমি আবির
মুক্তিযুদ্ধ কালে লিখিত চিঠির অসাধারন সঙ্কলন। আমাদের যাতীয় ইতিহাসের এক অনন্য সম্পদ এতে কোন সন্দেহ নেই। প্রতিটা চিঠি মন কেরে নেয়। এমন এমন চিঠি আছে যা পরলে কান্না চলে আসে। চিন্তা করি এত কস্ট করে স্বাধিনতা পেয়েছি আমরা কিন্তু কি করেছি আমরা।
কতমূল্য বোধ তাদের,একটা চিঠিতে বাবাকে তার ধারের টাকা পরিশোধ করতে বলেছে যদি মরে যায় সে,আর আমরা চুরি করতে পারলে নিযেকে সেরা মনে করি। মাকে না বলে যুদ্ধে চলে গিয়ে বারবার মা এর কাছে ক্ষমা চাইছে,কি অসাধারন লেখা। আশা করি আপনারা সবাই বইটি পরবেন।
আর একটা কথা বই টির যে দাম ধরা হয়েছে সেটা অনেয্য। ২৫০টাকা দিয়ে কয়জনে কিনতে পারবে? আমার মনে হয় গ্রামীন ফোন যুক্ত হয়ে একটা ব্যাবসা ধান্ধা করছে।
জাফর ইকবলের মুক্তিযুদ্ধের বই টি ১০টাকা সেখানে এটার দাম২৫০টাকা। সাধরন মনুষ এটা থেকে কি লাভ পেল? যারা চিঠি পঠিয়ে ছিল তারা কি সবার মাঝে প্রচার করার জন্যই তো দিয়েছিল, না বিখ্যাত হবার জন্য? সহজ লভ্য করে সবার মাঝে বিলিয়ে দেওয়া যাতে আমদের মত নতুন প্রজন্ম জানতে পরে।
আপনারা কি বলেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।