রশি দিয়া টানিয়া বা ছাউনি দিয়া আড়াল করিয়া ভানুর (দিবাকর) উজ্জল রূপকে অস্তমিত করা বা ঢাকিয়া দেয়া হইল । হয়তোবা ষড়যন্ত্র করিয়া নতুবা জোর করিয়া সূর্যকে আড়াল বা অস্তমিত করিবার আয়োজনও বলা যাইতে পারে। ১৭৫৭ সালের ডুবিয়ে দেয়ার এ স্লানোৎসবে বিদেশীদের চেয়ে এ দেশের মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিও কম ছিল না । কিন্তু গনগনে আগুনের গোলা বা অপ্রতিরোধ্য আলোক রশ্মিকে তো আর রশি দিয়া টানিয়া বা ছাউনি দিয়া আড়াল করিয়া রাখা যায় না। রশির গলিয়া যাওয়া বা ছাউনির ফাক গলিয়া আলোর ঝলকানি ধরাতে আসবেই।
তাই আমবাগানের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের আগমন ঘটে ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মাত্র নয় মাসে হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে স্বাধীন করেন । এজন্য হয়তোবা মুখ্য ভূমিকা পালন করেছে তাদের যোগ্যতা বা দেশের মানুষের একাত্মতা বা দেশপ্রেমিতা।
স্বাধীনতার দীর্ঘ ৪ দশকে বহু গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার আসিয়াছেন। কিন্তু স্বাধীনতার মূল মর্মবাণী প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হইয়াছেন।
এমনকি স্বাধীনতার মূল ইতিহাস ও স্বত্মাধিকারী লইয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং রইয়াছেন।
এজন্য কি দায়ী ? দক্ষতা, যোগ্যতা নাকি দেমপ্রেমের অভাব নাকি.........................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।