জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।
আমি আমার নৈতিক অবস্থান থেকে যুদ্বাপরাধীর অপরাধ অনুযায়ী শাস্তি দাবী করে আসছি। লক্ষ কোটি মানুষ আজ তাদের সর্বোচ্চ শাস্তি চায় এবং তা একেবারেই ওপেন। এটি কোন লুকোচুরির বিষয় নয়। একইভাবে বিভিন্ন মাধ্যমে একটি পক্ষ তাদের মুক্তি চাইছে তাদের অকস্থান থেকে এটি তারা চাইতেই পারে আসামী পক্ষ হিসেবে।
কিন্তু একটি পক্ষ আছে যারা একদিকে গিয়ে বলে "কখন কি করছে না করছে তা নিয়ে এতদিন পর টানাটানি,এগুলো রাজনৈতিক হয়রানি ছাড়া কিছু না। আবার আরেক দিকে গিয়ে বলে আমরাও বিচার চাই। এর চেয়েও বিপদজনক একটি পক্ষ আছে একেবারে নিরব। মাঝে মাঝে দুয়েকটি বক্তব্য দেয় খুব কৌশলে, যেমন সেদিন মওদুদ আহমেদ বললেন " বিচার নিয়ে সরকার তামাশা করছে, জনগন তা মানবে না" এটা দিয়ে কি বুঝলেন! এটা কাদের পক্ষে বললেন? আবার পিয়াস করিম বললেন তিনিও তরুনদের আন্দোলনের সাথে আছেন কিন্তু জনপ্রিয় আন্দোলন হতে ফ্যাসীবাদ সৃষ্টি হয়। আবার ধরুন ড: মুহাম্মদ ইউনুস বোমা মারলেও তিনি এ বিষয়ে কথা বলবেন বলে মনে হয় না।
কিংবা বিএনপির বর্তমান অবস্থানটা হচ্ছে ঠিক এমন "ঝিনুকে মুক্তো হলে সেই ঝিনুক আর মুখ খোলে না....সে গভীর জলে ডুইবা থাকে কিনারেতে আর আসে না। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।