চোখের আয়নায় প্রতিফলিত সার্থকতায় অনুপ্রাণিত প্রাণ
মুক্তো নিচে থাকে--- আহা, কত মুক্তোর কাল
হারিয়েছে অজানা কোথাও; বসন্ত বাতাসের বাহানায়
জলপরী ওঠে এলে
একদিন
বাঘেরাও মানুষ হয়ে স্বরবর্ণ শেখে অসময়ে,
নারীরাও নদী হয়ে যায় তারপর।
জলদমন্ত্রের সুরের ঘোরে হায়রে বেশামাল উৎপাত;
কই, মুক্তো কত নিচে--- সাগরের জলে তো বাছা
ময়লা পৃথিবীর রং
শুধু বিনাশী বিন্যাসে
তখনো মেঘের পাঠ শেখে ক্লান্ত চাঁদেরা
সূর্যের চাদর মোড়া দিয়ে ঘুমায়
আর একতারা হাতে মগ্ন চৈতন্যে হেঁটে যায় বাউল
কফিনে কফিনে এত অবাধ্য সুন্দর বসন্তেরা--- মৃত;
ডোরাকাটা দিনের নামতায়
শৈশব-যৈবন ভুলে এসেছি মাগো,
লুকায়িত জীবনের দ্বার--- সব তারা নিভে গেলে
তবে খোলো একবার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।