সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...
জানি এখন যে প্রসঙ্গে লিখতে যাচ্ছি তা দেখে অনেকেই মুখ ব্যাজার করবেন আবার অনেকেই আমাকে সাবাস দেবেন। সত্যি বলতে কি এই লেখাটার উদ্দেশ্যই সেটা দেখা যে কে কি বলেন। প্রাইভেট ভার্সিটি আর পাবলিক ভার্সিটির বিতর্ক আমাদের মাঝে সবসময়ই হট টপিক। আর এই টপিকটা আবার একবার জমে উঠল যখন আমি ফেইসবুকে নর্থ-সাউথ এর একজনের একটা স্ট্যাটাস দেখলাম ... নামটা ছাড়া স্ট্যাটাসটা হুবহু তুলে দিলাম ...
last 7 days protidin shokal 8 tai varsity ashchi r rat 10 tai bashai firsi...r public varsityr polara jokhon bole shala Private varsity te poros abar pressure??? tokhon juta khuila pitaite eccha korena!!!!!!
আমি জানি এই টপিক অনেক বাসি হয়ে গেছে তবুও এই ... এই ... এটাকে কি বলব ... কৌতুকটা পড়ে আমার আর সহ্য হইল না। কারণ আমি পাবলিক ভার্সিটিতে পড়লেও আমার কাছের বন্ধু বান্ধব এবং প্রায় সকল কাজিনেরাই প্রাইভেট ভার্সিটিতে পড়ে। কাজেই তাদের সম্পর্কে আমার একটা ধারণা আছে ( দুঃখিত, "ভালো" ধারণা আছে বলতে পারলাম না )। এটা সত্যি যে বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিগুলোর মান আশাতীত ভাবে উপরে উঠে চলছে। তবুও ঐ স্ট্যাটাসে যে কমেন্ট করা হল তা আমার কাছে জোকস ছাড়া আর কিছুই মনে হয় নি। আপনারা কে কি মনে করেন জানান। ও ভালো কথা ... এই জ্ঞানী ব্যক্তির জ্ঞানী বন্ধু বান্ধব কয়েকজনের মতামতও তুলে দিলাম ....
shon, critic ra ac wala room e boshe cricketer der ke dhuye fele, kintu mathe giye khele to cricketer rai... so do we give a sh**?
একই জন আবার
ora bochore ekta assignment kore, amra semester ei 7/8 ta kori!!! exam er kotha r nai bollam...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।