আমাদের কথা খুঁজে নিন

   

আপনি গেমার? গেম খেলেন? না খেলেন্না? কেন খেলেন? কেন খেলেন্না

সবাইকে রমজানের শুভেচ্ছা.....

আপনি গেমার? গেম খেলেন? না খেলেন্না? কেন খেলেন? কেন খেলেন্না। আমি একজন গেমার। এই কারণে এই ২৩ বছর পার হলেও আপনাদের কাছে আমি পিচ্চি। কারণ গেম খেলে পিচ্চিরা। মজা তাইনা? হা হা হা!! আসলে কি মজা? কি মনে করেন আপনারা গেমস কে? আমি প্রায়ই দেখি বাবা-মা রা মার্কেটে তার ১০-১৫ বছরের পোলা পান নিয়া যায়।

পোলাপান গেম কিনে। জিটিএ ভাইসসিটি/জিটিএ ৪/ হিটম্যান/ ম্যানহান্ট/মাফিয়া টাইপের গেম। বাস পোলাপান গেম কিনা আইসা খেলা শুরু করে। মা-বাপ বলে পোলাডা গেম খেলতাছে। খেলুক গা !! কিন্তু আপনেরা জানেন এইডা কত বড় ভুল করতাসেন? উপরোক্ত সব গেমই ১৮+।

বিশ্বের প্রায় সব দেশেই রেট করা থাকে। তাই আমি কমু বাইচ্চার জন্য গেম কিনতে গেলে দেখে কিনবেন। এবার আরেক্টা কথা আপনারা কি জানেন বিশ্বের বিভিন্ন দেশে গেম ক্লাব রয়েছে? যেখানে পেসাদার গেমার টিম রয়েছে। কোচ আছে। বেতন ভুক্ত গেমার আছে? যারা কিনা আমাদের মতই! বাইচ্চা না।

পোলাপাইন ও না। গত কয়েক বছর ধরে [সম্ভবত ২০০৬ হতে] ওয়ার্ল্ড সাইবার গেমে বাংলাদেশ পার্ট নিচ্ছে। কিন্তু খুব বেশী হলে ১ কি দুই লেভেল পার হতে পারে তারা মুল গেমে গিয়া, যারা বাংলাদেশে ফারস্ট হয়। কেন্না এরা সব শৌখিন। আর ওরা পেশাদার।

আপনার পারস্পেক্টিভ শেয়ার করেন আমাদের সাথে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.