আমাদের কথা খুঁজে নিন

   

সম্পূর্ণ ফ্রি দ্বি-মাত্রিক বাংলা কার্টুন ও ওয়েব এ্যানিমেশন টিউটোরিয়াল!!!

সোলায়মান

Tools পরিচিতি ও এর ব্যবহার: ফ্ল্যাশ সফটওয়্যার-এ ডকুমেন্ট ওপেন করলে বাম দিকে যে টুলবার দেখা যায়, খুব ভাল করে খেয়াল করলে দেখা যাবে এখানে তিনটি অংশ রয়েছে। সবার ওপরের অংশে মোট ১৬টি টুল রয়েছে। এ গুলোকে ডিজাইন টুল বলে। ডিজাইন টুল গুলো আমাদের কী কাজে লাগে সে সম্পর্কে আলোচনা করা হল - Ink bottle Tool (S): Drawing এর stroke size বা colour selection এ টুল দিয়ে করা হয়। Eyedropper Tool (I): Drawing এর Fill colour selection এ টুল দিয়ে করা হয়।

Gradient Trasnform Tool (F): একাধিক রং সম্পাদনের জন্য এ টুল ব্যবহৃত হয়। Lasso Tool (L): Drawing বা Image এর ভেতরের অংশ select করতে এ টুল ব্যবহৃত হয়। ............চলবে ঘোষণাঃ পেশাদার এ্যানিমেটর দ্বারা পরিচালিত- দ্বি-মাত্রিক কার্টুন এবং ওয়েব এ্যানিমেশন প্রশিক্ষণে অংশ নিন। মেয়াদ : ১মাস > সপ্তাহে ৩দিন > মোট ১২টি ক্লাশ কোর্স ফি : ৩০০০/- প্রশিক্ষণ শেষে আপনি যা পারবেন : কার্টুনকে (ক্যারেক্টার) হাঁটাতে, কথা বলাতে, চোখ পিটপিট করতে, চোখ বন্ধ ও খুলতে পারবেন (এ্যানিমেশন)। এছাড়া ওয়েব এ্যানিমেশন-এর সকল কাজ করতে পারবেন।

যোগাযোগ: কার্টুন বাংলাদেশ, ধানমন্ডি, ঢাকা-১২০৯। ০১৭১১-৪২৪৪৯০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.