আমাদের কথা খুঁজে নিন

   

ও আমি বেহুঁশ মুটে, কার মোট খাটি.... পরের হাতে কলকাঠি।

উঁকি দাও ফুল!

নববর্ষ নিয়ে ব্লগে অনেকগুলো চমৎকার লেখা এসেছে। অনেককেই দেখলাম কমেন্টে অতীত নিয়ে হায় আফসোস না করার উপদেশ বাণী বিতরণ করছেন। আমার বিবেচনায় এখানে চিন্তার কিছুটা অসঙ্গিত আছে, আছে বিবেচনাহীন গড্ডালিকা প্রবাহ। যা যাবার তা ঝরে যাবেই, কাঁদে কাঁদুক সমাজপতিরা। আমাদের ভাবনা অন্যত্র।

আমাদের বর্তমান যদি আমাদের ই নিয়ন্ত্রণে থাকত: পরিবর্তনে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তা হত আমাদের ই ভুল, আমাদের ই তা সংশোধনের সুযোগ থাকত। এখন পরের ভুলে আমরা উজাড় হই, তা নিয়ে 'পর' আবার নতনু গোলামীর জিঞ্জির বানায়, নতুন বাণিজ্যের ফায়দা লোটে। তাইতো থাকিতে রতন ঘরে, একী দশা আজ আমারে! পরের হাতে কলকাঠি। হায়, আমাদের বর্তমান যে পরের দখলে, আমরা যার মজুর খাটি, গায়ে গতরে কিংবা বুদ্ধি দিয়ে। বেদখল হওয়া বর্তমানের কেউ অতীত নিয়ে দুঃখ বিলাসে মগ্ন।

কেউ গা ভাসায় গোলামির বর্তমান স্রোতে। তাইতো, কেএফসি আর কোকেরা এখন নববর্ষের বড় জিম্মাদার! অতীতের মায়া আরও আকর্ষণীয় ব্যবসা পণ্য। বর্তমানকে তাই দখল করতে চাই, হোক পরিবর্তন অনিবার্য, নিজের এখতিয়ারে ই তা করতে চাই। জীবন জগত প্রকৃতি মানুষ সম্পর্কের ওপর পরের কর্তৃত্বের অবসান চাই। নিপাত যাক প্রথমআলো কেএফসি কোক ফ্যাশন হাউজ অ্যাড এজেন্সী মিডিয়া হাইজসমেত আরও যারা যারা আমদের জীবন, রুচি আর অভ্যাসের জিম্মাদার।

তারও আগে নিপাত যাক সেই সব কর্পোরেটরা, যাদের সাংস্কৃতিক দালাল এই প্রশাধনমাখারা। নিপাত যাক। কোন শুভ আসবে না, অশুভের নিপাত বিনা। শুভ হোক নববর্ষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।