আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির রায় শুনে বেহুঁশ

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালতে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার রায় হয়। এতে এনামুলসহ ১৪ জন মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে অস্ত্র আটকের সময় ওই কারখানার মহাব্যবস্থাপক ছিলেন এনামুল।

আদালত থেকে এনামুলকে কারাগারে নেয়া হয়। তিনিসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত সব বন্দিকে কনডেম সেলে রাখা হয়েছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

এনামুলকে ২০০৯ সালের ১২ মার্চ সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন এই ওই কারখানার জেটিতে অস্ত্র আটকের এই মামলায় তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীরও মৃত্যুদণ্ড হয়েছে। 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।