আমাদের কথা খুঁজে নিন

   

Visual Studio Tutorial: পর্ব ০২ - .NET Framework কি?

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear

একটা software একটা ভিত্তির ওপর কাজ করে। visual studio 6.0 বা তার আগের version, c/c++ etc windows এর built-in framework এর ওপর কাজ করে। কিন্তু Visual Studio.NET এর জন্য আলাদা একটা software framework দরকার হয়। এটাই হলো .NET Framework. এই পর্যন্ত যা বুঝলাম তা হলো, visual studio.NET এ কোনো software বানালে তা run করার জন্য .NET Framework লাগবে। .NET Framework version: .NET Framework এর বিভিন্ন version আছে।

১.০, ১.১, ২.০, ৩.০, ৩.৫। সর্বশেষ হচ্ছে ৩.৫। যে version এ software build করা হয়েছে run করাতে exact সেই version লাগবে। visual studio 2005 .NET Framework 2.0 use করে। visual studio 2008 3.5 use করে।

আর VS 2003 1.1 use করে। windows xp তে কোনো .NEt framework থাকেনা। যেটা দরকার install করে নিতে হয়। windows server 2003 তে .NEt framework ১.১, vista, windows server 2008 এ .NEt framework ৩.০ এবং windows 7 এ .NEt framework ৩.৫ built-in থাকে। তবে VS install করলে এর সাথে .NEt framework install হয়ে যায়।

কিছু বৈশিষ্ট্যঃ .NET Common Language Runtime (CLR) use করে যেটা C#,VB,C++ code language-neutral platform এ রূপান্তর করে। Security: .NEt Framework ২ ধরনের security দেয়। code access security(CAS), validation and verification. Memory management: .NEt Framework CLR programmer দের memory allocate/release করার ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। Garbage Collector এই কাজ করে দেয়। class Library: এতে প্রচুর built-in library আছে যা অনেক কাজ কমিয়ে দেয়।

**বি.দ্রঃ Visual Studio 2005/08 microsoft এর IDE. তাই এটা দিয়ে windows ছাড়া অন্য কোনো platform এর জন্য software develop করা যায় না। তবে Mono একটি cross platform এবং open source .NET development framework. এটি দিয়ে Linux, Mac এর জন্য software develop করা যায়। এর নিজস্ব IDE আছে। সব পর্ব একসাথে এখানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।