: বন্ধুত্ব করি দেশ গড়ি- এ শ্লোগান নিয়ে সুধী সমাবেশের মধ্যদিয়ে রোবাবার থেকে নোয়াখালীতে জেজেডি ফ্রেন্ডস ফোরাম আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বিকেলে নোয়াখালী প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র মো: হারুনুর রশিদ আজাদ, সুপ্র জাতীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল, শিক্ষাবিদ অধ্যক্ষ মোয়াররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাওসার নিয়াজী। নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রান’র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, সাপ্তাহিক চলমান নোয়াখালী সম্পাদক রুদ্র মাসুদ, প্রভাষক সাইফুল্লা আল আজাদ, নারী নেত্রী নূর নাহার জেসমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, কবি এনাম আহসান, জেজেডি ফ্রেন্ডস ফোরাম নোয়াখালীর আহবায়ক ফয়জুল ইসলাম জাহান ও সদস্য সচিব মো: নাঈম উদ্দিন কিসমত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিগার সুলতানা, সংবাদ কর্মী খালেদা আক্তার লাবনী।
বক্তাগন নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে জেজেডি ফ্রেন্ডস ফোরামকে কাজ করার আহবান জানান।
সভায় নোয়াখালীর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা, শিশু পার্ক, পাবলিক লাইব্রেরী, টাউন হল সমস্যা এবং চরাঞ্চলের অমিত সম্ভাবনা বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রে জেজেডি ফ্রেন্ডস ফোরামকে বৃহত্তর সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ততার প্রতি গুরুত্বারোপ করা হয়। বক্তাগন পজিটিভ বাংলাদেশ তুলে ধরার ক্ষেত্রে যায়যায়দিনের ভূমিকা এগিয়ে নেয়ার আহবান জানান। পরে ফয়জুল ইসলাম জাহানকে আহ্বায়ক এবং মো: নাঈম উদ্দিন কিসমতকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জেজেডি ফ্রেন্ডস ফোরাম নোয়াখালী শাখা গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নিগার সুলতানা, জান্নাতুল ফেরদৌস ও মঞ্জুরুল করিম মামুন, যুগ্ম সদস্য সচিব মমিন উল্যা ও ফজলুল হক সুমন, সদস্য মোয়াজ্জেম হোসেন আরমান, কবি হাবীব ইমন, মিথুন রায়, আবু জাকোয়ান মো: ফোরকান, আবদুল কাদের জিলানী অলক, সজিব সৌরভ চন্দ, শারমিন আক্তার, নাফিয়া সুলতানা, জহিরুল ইসলাম, মাসুমা আক্তার, রাবেয়া সুলতানা নাজনীন, সুমন সওদাগর, পারভেজ আহমেদ ভুঁঞা, আবদুল মান্নান, দিদারুল আলম। ফোরামের পরামর্শক পর্ষদের সদস্যরা হচ্ছেন নারী নেত্রী নূর নাহার জেসমিন, সংস্কৃতিজন অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, ক্রীড়া সংগঠক জহির উদ্দিন, প্রভাষক সাইফুল্লা আল আজাদ এবং যায়যায়দিন প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।