সোলায়মান
Tools পরিচিতি ও এর ব্যবহার:
ফ্ল্যাশ এ ডকুমেন্ট ওপেন করলে বাম দিকে যে টুলবার দেখা যায়, খুব ভাল করে খেয়াল করলে দেখা যাবে এখানে তিনটি অংশ রয়েছে। সবার ওপরের অংশে মোট ১৬টি টুল রয়েছে। এ গুলোকে ডিজাইন টুল বলে। ডিজাইন টুল গুলো আমাদের কী কাজে লাগে সে সম্পর্কে আলোচনা করা হল -
Free Transform Tool (Q): এ টুল দিয়ে অবজেক্ট/ড্রইং scaling বা সাইজ ছোট-বড় করা, rotate বা ঘোরানো ও skewing করতে পারি।
Line Tool (N): এ টুল দিয়ে Line Draw করা যায়।
Pen Tool (P): এ টুল দিয়ে Stroke দিতে পারব।
Oval Tool (O): Oval shape Draw করা যাবে।
Pencil Tool (Y): যে কোন ড্রইং এ ব্যবহৃত হয়।
চলবে ..........
দ্বি-মাত্রিক কার্টুন এবং ওয়েব এ্যানিমেশন প্রশিক্ষণে অংশ নিন।
মেয়াদ : ১মাস > সপ্তাহে ৩দিন > মোট ১২টি ক্লাশ
কোর্স ফি : ৩০০০/-
প্রশিক্ষণ শেষে আপনি যা পারবেন : কার্টুন (ক্যারেক্টারকে) হাঁটাতে, কথা বলাতে, চোখ পিটপিট করতে, চোখ বন্ধ ও খুলতে পারবেন (এ্যানিমেশন)।
এছাড়া ওয়েব এ্যানিমেশন-এর সকল কাজ করতে পারবেন।
যোগাযোগ: কার্টুন বাংলাদেশ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।
০১৭১১-৪২৪৪৯০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।