আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখী মেলায় যাইতে মুঞ্চায়....... (অতি সাময়িক পোস্ট)

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

গত বছর পয়লা বৈশাখে অসম্ভব খারাপ ছিলাম মানসিক ভাবে, তাই কোন মেলায় যাইতারিনাই। এইবার ভাবতিছিলাম নিজ গ্রামের শতবর্ষের পুরান মেলাটায় যাবো আবার ছোট বেলার মতো, কিন্তু আপ্সুস ১৫ তারিখ ব্যাপক জরুরী কাম থাকায় কোন উপায় নাই ঢাকা ছাইড়া যাওয়ার..... তাই সবাইর কাছে জিগাই- ঢাকার কাছাকাছি (এই ধরেন, সাভার, ধামরাই কিংবা নারায়নগঞ্জ এই ধরনের জায়গায়) কোথায় যাওয়া যাইতে পারে ? (অবশ্যই সস্ত্রীক) চাইলে এইসব এলাকার কোন ব্লগার ভাই/বইন দাওয়াতও দিয়া ফালাইতে পারেন, কোন সমেস্যা নাই প্লিজ সাইয্য করেন....... আর আসেন একটা বৈশাখী ফটো কুইজ এ অংশ নেই-- উপ্রের ছবিটা মনোযোগ দিয়া দেখেন, আর নিচের প্রশ্নগুলির জবাব দেন, দেখি- ১) ঈলিশ ভাজার লগে এইখানে আর কি কি ভর্তা আছে? ২) মোট কাচাঁ মরিচের সংখ্যা কতগুলান? ৩) পিয়াজের টুক্রা আছে কয়ডা? ৪) যে বাসনে খাবার রাখা সেইটার নাম কি? সব প্রশ্নের সঠিক উত্তর দাতাগোর মইদ্য হইতে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারন করা হৈব। আর বিজয়ী উত্তরদাতার জন্য আছে এই মিষ্টি পুরস্কার-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।