ইন্টারনেট এ বসলে সবকিছু ভুলে যাই
প্রেমের সুত্র
--------------------------
এই পৃথিবীতে প্রত্যেক নারী প্রত্যেক নরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান নরের ধন-সম্পদ ও চেহারার গুনফলের সমানুপাতিক এবং দুই জনের বয়সের বর্গের ব্যস্তানুপাতিক ।
এই আকর্ষন বল তাদের বয়সে বিভিন্ন পার্ক , চাইনিজ় রেস্তোরা , ফাস্ট ফুডের দোকান , ফুল ও গিফটের দোকান , আমতলা এবং সিনেমা হল বরাবর ক্রিয়া করে ।
অর্থাত টাকা পয়সা এবং চেহারা থাকলেই আকর্ষণ বলের মান বেশী এবং বয়স বেশী হতে থাকলে আকর্ষন বলের মান ধীরে ধীরে কমতে থাকে । অবশেষে এর মান শুন্য হয়ে যায় ।
গানিতিক ব্যাখ্যা ঃ
নারীর আকর্ষন বল ∞ নরের ধন সম্পদ × চেহারা ----------------------(1)
এবং নারীর আকর্ষন বল ∞ 1 / (দুই জনের বয়স)2---------------------(2)
(1) নং এবং (2) নং সমীকরন হতে পাই ,
নারীর আকর্ষন বল ∞ (নরের ধন সম্পদ × চেহারা) / (দুই জনের বয়স)2
বা, নারীর আকর্ষন বল =K × (নরের ধন সম্পদ × চেহারা) / (দুই জনের বয়স)2
এখানে, K একটি সমানুপাতিক ধ্রুবক
এই আকর্ষন বলকে আমাদের সমাজে তথাকথিত প্রেম বলে ।
সুতরাং,
প্রেম = (নরের ধন সম্পদ × চেহারা) / (দুই জনের বয়স)2 ---------------- (3)
আবার, যেহেতু বয়স বারতে থাকলে প্রেম অল্প অল্প করে কমতে থাকে সেহেতু বয়সকে বাদ দেওয়া যায় ।
সুতরাং,
প্রেম = (নরের ধন সম্পদ × চেহারা) --------------------------(4)
কিনতু , চেহারা মহান আল্লাহর দান । এই চেহারায় এসিড মারলে ঝলসে যেতে পারে অথবা প্রাকরিতিক কারন বশতঃ নষ্ট হতে পারে । তাই একে বাদ দেওয়া যায় ।
সুতরাং,
প্রেম = নরের ধন সম্পদ ----------------------(5)
সুতরাং ধন সম্পদ O হলে প্রেম O হবে ।
এ অবস্থায় প্রেমিক প্রেমিকা যুগল দুই মেরুতে অবস্থা করে । একজনের অন্যজনের ছায়া ও সহ্য করতে পারেনা ।
ইহাই হল প্রেমের জন্য নিউটনের সুত্র ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।