আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই তৈরি করুন একটি হিট কাউন্টার

Let the wind blow out the candles

আজকাল অনেকেরই নিজের একটা ব্লগসাইট/ওয়েবসাইট আছে। নিজের সাইট থাকাটা আসলেই ভাবের আর সেইটা যদি রীতিমত হিট হয় তাইলে তো কথাই নাই আপনি আপনার সাইটের জন্য একটি হিট কাউন্টার তৈরি করে লাগিয়ে নিলেন, আর প্রতিবার সাইটে হিটের সাথে সাথে কাউন্টারের মান বাড়তে থাকল। মানুষও বুঝল আপনার সাইট টা আসলেই একখান জিনিস কারণ কোন সাইটের হিট যদি বেশি হয় নতুন ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই সেই সাইট ভিজিট করতে অনেকটা নিশ্চিন্ত বোধ করেন। আজকাল অনেকরেই দেখি ফ্রীতে পাওয়া থার্ড-পার্টি হিট কাউন্টার নিজের সাইটে ব্যবহার করেন। এইসব থার্ডপার্টি প্রোডাক্ট (উইডগেট) দুটি কারণে ব্যাঙের ছাতা ছাড়া আর কিছুই না- প্রথমত আপনি তাদের সোর্স কোড দেখতে পারছেন না, শুধুমাত্র কোডের লিংক টি নিজের সাইতে পেস্ট করে দিচ্ছেন।

এখন যদি তারা ক্ষতিকর কোন কোড আপনাকে আমাকে ধরায় দেয়? আর দ্বিতীয়ত নিজেই যদি ২ মিনিটে একটা হিট কাউন্টার বানিয়ে ফেলা যায়, কি দরকার এইসব বাইরের জিনিস ইউজ করার উপরন্তু অনেক সময়ই এইসব থার্ড পার্টি প্রোডাক্ত লোড হতে বিরক্তিকর রকমের টাইম লাগে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটা খুবই সহজ, তবে শুধু একটা জিনিসই প্রয়োজন এটার জন্য- আপনার সাইট টি যেই সার্ভারে আছে সেই সার্ভারে অবশ্যই PHP ইনস্টল করা থাকতে হবে। তবে সুখের কথা হল PHP নেই এমন সার্ভার আজকের যুগে জাদুঘরে চলে গেছে তাই নিশ্চিতভাবেই আপনার সার্ভারে PHP সুবিধা আছে। বাকি থাকল আপনার পেইজটিকে PHP তে রূপান্তর করা (২ সেকেন্ডে) আপনি যদি ইতোমধ্যেই PHP ব্যবহার করে থাকেন, তাহলে তো কথাই নেই। আর যদি না করে থাকেন, তাহলে এক্ষুণি আপনার পেইজটির এক্সটেনশন বদলে PHP দিয়ে দিন।

কিভাবে এক্সটেনশন বদলাতে হবে তা জানা না থাকলে জলদি ণাপিষ ভাইয়ের টিউটোরিয়াল দেখে আসুন: Click This Link এবার আপনার যেই পেইজের যেখানে হিট কাউন্টার টি দেখাতে চান সেখানে চটজলদি নিচের কোড পেস্ট করে দিন। অত:পর পেইজটি সেইভ করে আপলোড করে দিলেই কাহিনী শেষ! কোড: <?php $path = "./fdata.dat"; // Your Data Location if(file_exists($path)) { $fp = fopen($path,"r"); $var = (int) fread($fp,27000); $var++; echo $var; fclose($fp); $fp = fopen($path,"w"); fwrite($fp,$var); } else { $fp = fopen($path,"w"); $var = 0; if(fwrite($fp,$var)) { echo "Hit Counter Reset Success"; } } ?> এই কোডের মর্মার্থ খুবই সহয হলেও তার ব্যাখ্যায় আর গেলাম না। কারো সমস্যা হলে জানায়েন, সমাধান দেওয়া হইবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.