আমাদের কথা খুঁজে নিন

   

মুভি Knowing

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

কয়েকদিন আগে মুভি Knowing দেখলাম। এক কথায় অসাধারণ। Nicolas Cage তার বয়সের সাথে সাথেই এক একটি বোমা মুভি বানিয়ে চলেছেন। একজন প্রফেসারের চরিত্রে তিনি অনাগত ও কিছু অনাকাঙ্খিত ভবিষ্যতকে জানার পরে, কিভাবে সেই ভবিষ্যত-বাণী আটকানো যায়, তারই চেষ্টা করেছেন।

কাহিনী: 1958 সালে নতুন প্রাথমিক স্কুল স্থাপনার সময় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কিছু অল্প বয়সী ছাত্র-ছাত্রীরা "আগামী ৫০ বছর পর পৃথিবী দেখতে কেমন হবে" তার উপর চিত্র চাওয়া হয়। সেই সব ছাত্র-ছাত্রীদের আঁকা ছবিগুলো টাইম ক্যাপসুলের মধ্যে রেখে দেওয়া হবে, যা কিনা সেই দিন থেকে ঠিক ৫০ বছর পর খোলা হবে। কিন্তু সেখানে রহস্যময় ধরণের এক ছাত্রী সারা পাতা ধরে শুধু সংখ্যা লেখে রাখে যা অদ্ভুদ ও যার সাম্ভাব্য কোন অন্তর্মিল নেই। ৫০ বছর পরে, টাইম ক্যাসুল খোলা হলো।

সেখানে রাখা সমস্ত হাতে আঁকা চিত্রগুলো বতর্মান সময়কার ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। আর, অদ্ভুদ সেই চিত্রটি এইবার Nicolas Cage এর ছেলের হাতে আসে। আর, সেই সূত্রে এটা Nicolas Cage দেখেন ও পরবর্তিতে এর গোপন সংকেতগুলো তিনি উদ্ধার করতে শুরু করেন। উনি খুঁজে পান যে, আসলে অন্তর্মিল সংখ্যাগুলো আসলে গত 50 বছরে পৃথিবীতে যতগুলো বড়ধরণের প্রাণহানিকর ঘটনা হয়েছে- তারই তারিখ, নিহতের পরিমাণ এবং কোথায় হয়েছে। পরবর্তিতে, Nicolas Cage আরো বড় ধরণের তিনটি ঘটনা ঘটবে বলেও জানতে পারেন যার শেষ পরিণতি হবে পুরো দুনিয়া ধরে।

শেষ ঘটনাটি সঙ্গে তার ছেলেরও পরিণতি জড়িত। সর্বশেষ ঘটনায় যখন পুরো মানবজাতিই বিপন্ন হবে ভেবে নিজের পরিবার ও সন্তানের শুভকামনায় কিভাবে Nicolas Cage নিজেকে সময়ের আগে এগিয়ে রাখে তারই উপর খুবই মায়াবী মুভি Knowing। অসাধারণ এনিমেশন ও কাহিনীর টুইস্টগুলো আসলেও বেশ উপভোগ্য। আশা করি, সবারই ভালো লাগবে। মুভি ট্রেলার:


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.