আমাদের কথা খুঁজে নিন

   

অবেশেষ সত্যিকারর্থেই নিজের একটা সাইট হলো

I realized it doesn't really matter whether I exist or not.

http://www.aisajib.com কতজনেই কত পোস্ট করেন নিজের একটা সাইট নিজের একটা সাইট ফ্রিতে। কিন্তু অবশেষে আমি সাহস করে নিজের ব্লগের জন্য একটা ডোমেইন কিনেই ফেললাম। হোস্টিং এখনো নেইনি, খুব শীঘ্রই নেব। আপাতত ফ্রি হোস্টিয়ায় হোস্ট করা আছে। আমার অত আয়-রোজগার নেই যে শখের ব্লগের জন্য টাকা খরচ করে ডোমেইন হোস্টিং কিনবো।

কিন্তু তবু কিনেছি কেন জানেন? ব্যবসার উদ্দেশ্যে! হে হে হে। আসুন ব্যাপারটা ক্লিয়ার করি। ব্লগটা নিয়েছি নিজের ডোমেইনে। একমাস পর যখন এতে সর্বনিম্ন বিশটা পোস্ট থাকবে, তখন আমি এটাকে 'পে-পার-পোস্ট-এর জন্য অ্যাপ্লাই করবো। আশা করছি পেপারপোস্ট আবেদন মঞ্জুর করবে।

তারপর থেকে প্রতিটি স্পন্সর্ড পোস্টের জন্য আমি টাকা আয় করতে পারবো। আমার কাছে অ্যাডসেন্সের চেয়ে এজাতীয় পোস্ট লিখে আয় করার সুবিধাগুলো বেশি ভালো লাগে যদিও আমার ইংরেজি ততোটা ভালো না। সবাই দোয়া করবেন যাতে অনেক ভালো ইংরেজি লিখতে পারি। তাতে অন্তত হাতখরচের টাকাটা পে-পালের মাধ্যমে এসে যাবে। আর আপনাদের নিয়মিত ভিজিট আশা করছি।

মূল পোস্ট: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।