আমাদের কথা খুঁজে নিন

   

অবেশেষ তুমি চলে গেলে

একাকী নিরালায় কত কথা

অবশেষে তুমি চলে গেলে- তুমি চলে গেলে। তুমি তো শরতের শিশির, তাই বুঝি অরুণোদয়ের তীব্র জ্বালা; হন্তারকের ঝাঁঝ সইতে না পেরে, চলে গেলে পৃথিবীর বুকে ‌‌‍‌‍ ‌‍‍বাষ্পরূপে। সামাজিকতার লাঞ্চনা, অবারিত গঞ্জনা, বিষাদের বিষাক্ত বাতাস, অজস্র দুঃখবারি; সইতে পারে না ভালবাসার দূত। ভালবাসা বিলিয়ে চলে গেলে.... পঙ্কিল নরক থেকে। পারো যদি আর একবার- অন্তঃত একটি বার ফিরে এসো, চৈত্রের মাঠে একপসলা বৃষ্টি হয়ে। জানি, তুমি আসবে না তুমি ফিরে আসবে না ফিরে আসেনি হারিয়ে যাওয়া যীশু, ফিরে আসেনি ডানা ভাঙা সেই পাখিটি। তুমি চলে গেছো - আকাশের সীমাহীন নক্ষত্রের মাঝে। অবশেষে তুমি চলে গেলে সীমানা পেরিয়ে অসীমের বুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।