আমাদের কথা খুঁজে নিন

   

Cruise Control নিয়ে প্যাচাল

^^^^^^^^^

Cruise Control হল গাড়ির স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা যা 40 kmph থেকে গাড়ির সর্বোচ্চ গতিবেগ পর্যন্ত কাজ করে। প্রায় সব ব্র্যান্ডের নতুন মডেলের গাড়িতেই Cruise Control ব্যবস্থা থাকে। হাইওয়েতে আরামদায়ক আর নিরাপদ ড্রাইভিং এর জন্য এই সিসটেম খুবই কার্যকর। আপনার যদি নতুন গাড়ি থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। শুরুতেই আপনাকে জানতে হবে আপনার গাড়িতে Cruise Control আছে কিনা।

থাকলে কোন একদিন হাইওয়েতে যেতে যেতে Cruise Control ড্রাইভিং এর স্বাদ নিতে পারেন। প্রথমেই আপনি যে রোডে যাবেন সেই রোডের সর্বোচ্চ গতিসীমা দেখে নিবেন। মনে করুন সেই রোডের সর্বোচ্চ গতিসীমা 120kmph । তারপর আপনাকে মনে মনে ঠিক করে নিতে হবে আপনি কত স্পীডে চালাবেন। আপনি যদি 110 kmph থেকে 115 kmph এর মধ্যে চালাতে চান তাহলে Cruise Control সুইচ একটিভেট করে নিতে হবে।

তারপর গাড়ির গতিবেগ 110 kmph অর্জন করার পর Cruise Control লিভার চেপে ধরে 115 kmph পর্যন্ত গতি বাড়িয়ে ছেড়ে দিতে হবে। এরপর সেট হয়ে যাবে আপনার গাড়ির স্বয়ংক্রিয় গতিবেগ, এস্কিলেট করা ছাড়া এটি 110 kmph থেকে 115 kmph এর মধ্যে চলবে। আপনাকে শুধু স্টিয়ারিং হুইল ধরে বসে সামনে কি আসছে তাতে মনোযোগ দিলেই চলবে। প্রয়োজনের সময় ব্রেক করে গতি 110 kmph এর কমে নিয়ে আসলেই Cruise Control ডিএকটিভেট হয়ে যাবে। সাবধানতাঃ * শহরের ভিতরে বা হাইওয়েতে গাড়ি বেশি থাকলে Cruise Control এ চালাবেন না।

* পিচ্ছিল, তুষারাবৃত বা বালিময় রাস্তায় Cruise Control এ চালাবেন না। * খাড়া বা ঢালু রাস্তায় এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। * আপনার গাড়ির Cruise Control সম্বন্ধে Owner's Manual ভাল করে পড়ে নিবেন। * বাংলাদেশের ৯৯.৯% রাস্তা Cruise Control এর জন্য অনুপযোগী। তবে রাতের বেলা ফাঁকা হাইওয়েতে চালানো যেতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।