http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
ডিজিটাল দুনিয়া এখন ডিসকাসন ফোরাম, কমিউনিটি ব্লগিং আর সোস্যাল নেটওয়ার্কিং সাইটের দখলে। আমরা সবাই আমাদের অনলাইন টাইমের বেশীর ভাগ দেই এসবের পিছনে।
যেখানে পাখীর কিচির মিচির সেখানে শিয়াল , সাপ , শকুনের
উৎপাত থাকবেই ।
সামু বা যে কোন ইন্টারএয়াটিভ সাইটের ই একটা সমস্যা হলো
ট্রোল , বা গালিবাজ পাবলিক
এরা যেকোন একটা ভালো পোষ্ট নোংরা করতে উস্তাদ । এক নিক দিয়ে ঢুকে পিঠ চাপরায় আরেক নিকে গালি দেয়ায় সিদ্ধহস্ত ;
এদের উপদ্রব পুরোনো আর অনেক প্রকার চিকিৎসাও আছে ।
সেই জন্যই কিছু নতুন চিকিৎসা প্রণালী নিয়ে আলুচনা
দুনিয়া টপ ডিসকাশন মডারেটররা অনাকাংক্ষিত বক্তব্য (পড়ুন গালিগালাজ , ডাষ্টবিনের আবর্জনা ) ঠেকানোর সেসব টুল বানিয়েছেন সবই সাইকোলজিক্যালি একজায়গায় প্রোথিত ।
যদি আপনি ব্যান ট্রোলদের ব্যান করেদেন বা ঘাড়ধাক্কা দেন ,
আপনি স্বৈরাচারি ঘোষিত হবেন ; আর তাদের কটু "সত্যভাষনকারী"(?!) বিবেকে বগল বাজানোর সুযোগ দিবেন
মডারেটররা একটু ভিন্ন পন্থা নেন - তারা ঐ কমেন্ত বা পোষ্ট প্রদানকারীকে নির্জীব বা দূর্বল করে দেন ।
স্ল্যাশডট নামে একটা টেক সাইট আছে তারা ট্রোল খেদানোর জন্য পাইওনিওর একটা উপায় বের করেছে যেটা হলো ক্রাউড সোর্সিং । স্ল্যাশডটের একটা অটমেটেড সিষ্টেম আছে
যেটা র্যান্ডমলী সিলেক্টেড কিছু রিডার দের দৈনিক ভিত্তিতে ক্ষমতা দেয় রেটিং দেয়ার ফালতু কমেন্ত দেখার ; ১ - ৫ । আর বাকী রিডাররা তাদের সেটিং করে দিতে পারে যে তারা কত রেটিংএর কমেন্ত দেখবে;
এটা বেশ কার্যকর আর এভাবে ট্রোল মোটামুটি ভালই দমন করা যায় ; একটা ষ্টাডিতে দেখা গেছে বেশী ভাগ রিডার ২ এর নিচে রেটিং ওলা কমেন্ত সনাক্ত করতে পারে
এই ক্রাউড সোর্সিং এত ভালো কাজ করে যে নিউ ইয়র্ক টাইমসের অনলাইন সংস্করন এখন এটা ব্যবহার করে।
আরেকটা কার্যকরী ওষুধ হলো : সিলেক্টটিভ ইনভিজিবিলিটি ।
এটা Disqus, (এটা 90,000 blogs worldwide হ্যান্ডল করে) নামে এক কোম্পানির করা।
এই পদ্ধতিতে কোন কমেন্ত যদি অনেক নেগেটিভ রেটিং পায় তাহলে এটা অদৃশ্য হয়ে যায় ।
অন্য কেউ দেখতে পায় না ট্রোল ছাড়া । আর সে ভাবে সবাই তাকে ইগনোর করছে সুতরাং সে আর উৎসাহ পায় না ; ভদ্র হয়ে যায়
ডিসেমভাওলিং আরেক ভালো ওষুধ ।
এটা অবশ্য সামু র জন্য কার্যকর না । এটা অটোমেটেড করা যাবে না।
বর্নমালা অপসারন করা । খারাপ মন্তব্য থেকে । তখন কেউ আর বলতে পারে না যে সেন্সর করা হয়েছে।
y r fckng sshl
এটার একটা সুবিধা হলো অন্য ফালতু কমেন্তার দের নিরুৎসাহিত করা যে এই ছাগল উল্টা পাল্টা বলেছে।
এটা সাইকোলজিকালী অনেক কার্যকরী।
সামুর কমেন্ট বিষয়ক একটা কথা বলতে চাই :
একটা কমেন্ত মুছার ক্ষমতা কেবল পোষ্টদাতার থাকা উচিত না
পোষ্ট দাতা কমেন্ত মুছতে চাইলে কমেন্তার বা মডুদের অনুমতি নেয়া উচিত ।
আর কমেন্তারের অধিকার থাকা উচিত নিজের কমেন্ত মুছে ফেলার ব্যাপারে : পোষ্টদাতা /মডুর অনুমতি সাপেক্ষে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পক্ষে বিপক্ষে যে কোন আলোচনা গ্রহনযোগ্য ;
শুধু ট্রোল আবুল রা দুরে থাকো
What do mods use when they hurt themselves?
A BANdaid!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজকে পোষ্টে তর্পণের হ্যাশ করা আই পি এর কনসেপ্ট ও ভালো লেগেছে
লিংক
সুত্র:
ক্লিভ থম্পসনের ওয়ারড ম্যাগ এর একটা আর্টিকেল "টেমিং দ্য ট্রোলস "
লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।