আমাদের কথা খুঁজে নিন

   

Nokia Bluetooth Headset জিতে গেলাম নেট এ!

আমি গান,দ্রুতগতির গাড়ি,মুভি এবং গেমস পছন্দ করি।

আপনারা কেউ কি কখনো কোন লটারী ভিত্তিক কম্পিটিশনে কোন কিছু জিতেছেন? অনেকেই হয়ত জিতেছেন, আবার অনেকে জেতেননি। কিন্তু আমি জীবনেও কখনো এধরনের কোন পুরস্কার জিততে পারিনি, এমনকি স্কুল লাইফে শিক্ষা সফরে বা কোন পিকনিকে একটি শ্যাম্পু বা সাবানও নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার কয়েকদিন আগে নেটে একটি চ্যালেন্জ এ অংশগ্রহন করে আমি একটি Nokia Bluetooth Headset BH-604 জিতে নিয়েছি! কিছুদিন আগে আমার পার্সোনাল ব্লগের একটি পোষ্টের জন্য কিছু তথ্য নিতে আমি নকিয়ার অফিসিয়াল সাইটে ব্রাউজ করছিলাম। হঠাৎ RAC(Roya Artist Club) Blogspotting Challenge এর একটি ব্যানার দেখে কৌতুহল জাগায় আমি সাইটটিতে গেলাম।

গিয়ে দেখি নকিয়া হেডসেট জিতার একটি কম্পিটিশন, স্পনসর খোদ নকিয়া। হেডসেটটি দেখে লোভ ও নেটে নিজের লাক ট্রাই করার খায়েশ থেকে চ্যালেন্জ গ্রহন করলাম। চ্যালেন্জটি একটু অন্যধরনের, Royal Artist Club এর যে কোন ব্যান্ড দলের ব্লগ( হেহে, মিউজিক ব্যন্ড এখন ব্লগিংও করে) সিলেক্ট করে তাদের পুরো ব্লগের শখানেক ছবির ভিতর হতে আপনাকে এমন একটি ছবি খুজে পেতে হবে যেটিতে নকিয়া হেডসেটটি রয়েছে। দেরি না করে কাজে লেগে গেলাম এবং এবং সঠিক ছবিটি পেয়েও গেলাম, নাম ঠিকানা দিয়ে আমার উত্তর জমা দিয়ে দিলাম, আর এরপর এই চ্যালেন্জটির কথা একদম ভুলে গেলাম। তো যখন ১৫-২০ দিন পর মেইল পেলাম যে আমি চ্যালেন্জটি জিতে গিয়েছি একদম তাজ্জব বনে গেলাম কারন আমি আসলে চিন্তাও করিনি আমি জিতব।

তারপর সাইটটির Winner List আপডেট হলে তাতে আমার নাম দেখে বিশ্বাস হল। প্রথম এশিয়ান হিসেবে চ্যালেন্জ জিতে আরো ভাল লাগল, কারন আমার আগে যারা জিতেছে সবাই ইউরোপিয়ান। আর গতকাল যখন সত্যি সত্যি হেডসেটটি আমার ঠিকানায় চলে আসল তখন আনন্দের মাত্রা অনেকখানি বেড়ে গেল, শুধু ভাল একটা কাজের জিনিস জিতেছি বলে নয়, অবশেষে এ ধরনের কোন চ্যালেন্জ থেকে প্রথম কিছু জিততে পারার খুশিতে। আর কথায় আছে না, "মাগনা পাইলে বাংগালি আলকাতরাও ছাড়ে না। " যাই হোক, আপনারাও চাইলে চ্যালেন্জটি গ্রহন করতে পারেন আর জিতে নিতে পারেন ফাটাফাটি Nokia Bluetooth Headset।

হেডসেটটি আসলেই অসাধারন। নিচের লিংক থেকে আপনি ইচ্ছা করলে RAC Blogspotting Challenge এ অংশগ্রহন করতে পারেন। RAC Blogspotting Challenge Link আশা করি আপনারাও জিতে যাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।