আমার এই পথ চাওয়াতেই আনন্দ
পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোনে
অলস অন্যমনে ।
আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো
সেই শুভ নিমেষেই
জীর্ণ কিছুই নেই কিছু নেই,ফেলে দেই পুরাতনে। ।
আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি-
লহরে লহরে নুতন নুতন অর্ঘ্যের অঞ্জলি।
মাধবী কুঞ্জ বার বার করি বনলক্ষীর ডালা দেয় ভরি-
বারবার তার দান মঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে।
।
তোমার প্রেমে যে লেগেছে আমায় আমায় চির নুতনের সুর।
সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর। ।
মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ-
আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে।
।
(সম্পাদনায় - সাজি আপু
কপি পেস্ট: বিবর্তনবাদী )
গানের লিংক - মিতা হক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।