আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্ন কোরো না, কিচ্ছু জানতে চেয়ো না প্লীজ



প্রশ্ন কোরো না,কিচ্ছু জানতে চেয়ো না প্লীজ... কাছে থাকলে তোমার হিমি তোমার ফর্সা সুন্দর বুকে ঝাঁপ দিয়ে পড়ে যেত, তোমাকে শক্ত করে ধরে রাখতো,যতক্ষণ না তুমি বিরক্ত হয়ে দূরে সরিযে দিতে,ততক্ষণ পর্যন্ত সে আঁকড়ে রাখতো তোমাকে তোমাকে তোমাকে.... কতক্ষণ সহ্য করতে তুমি তার নরম হাতের কঠিন বাঁধন? --- তুমি একদিন অনেক বড় লেখকের স্বীকৃতি পাবে, পাবেই । কেউ তোমাকে থামাতে পারবে না। হিমি ও না । আর সে তো থামাতে চায়ও না । সে চায় তুমি আকাশকে-ও ছাড়িয়ে যাও বড় হতে হতে... আর, তা তুমি হবেই... --- তোমার ছবিটা শুরুতে দাও, প্লীজ প্লীজ প্লীজ ।

আমি তোমাকে উপরে দেখতে চাই... সবসময় । আর, জনক... লাইন ২টির পরে ১টি স্পেস দাও। শেষের কবিতার লেখাটি যেখানে শেষ করেছ, ওখানে " দিযে বন্ধ করে দাও । এর পরে স্পেস দিও। আর, প্রতি প্যারার পরই ১টি/২টি স্পেস দাও... প্লীজ, রাগ করলে এভাবে লিখলাম বলে? "ভিজে যাবে চোখের কাজল, ভাসি আমি এ যেন কোন অজানায় সে আমায়।

" এই শেষ লাইনটা কেমন হলো? ভাসি আমি এ কোন অজানায়..... সে আমায় (সে আমায় - কি? অসমাপ্ত মনে হচ্ছে না একটু?) এই লাইন এ, আরও কিছু কথা লিখে, একটু এডিট করে ঠিক করে দিবে, প্লীজ? আমি জানি, এডিটের পরে এটা আরও সুন্দর হয়ে উঠবে । তোমার কাছে, হিমির জন্যে কি শব্দের অভাব আছে কোনো? একটি কথা লিখেছি, আবারও লিখতে ইচ্ছে করছে... কাছে থাকলে তোমার হিমি তোমার ফর্সা সুন্দর বুকে ঝাঁপ দিয়ে পড়ে যেত, তোমাকে শক্ত করে ধরে রাখতো....... তোমার বুকের মধ্যে মুখ চেপে ধরে.... যতক্ষণ না তুমি বিরক্ত হয়ে দূরে সরিযে দিতে, ততক্ষণ পর্যন্ত সে আঁকড়ে রাখতো তোমাকে তোমাকে তোমাকে... কাচের চুড়ির দাগ বসে যেত তোমার অপরূপ সুন্দর শরীরে... কতক্ষণ সহ্য করতে তুমি তার নরম হাতের কঠিন বাঁধন? কতক্ষণ. কতক্ষণ.. কতক্ষণ... কতক্ষণ.... কতক্ষণ..................????????? তোমার "বৃষ্টির জল হয়ে ছুঁয়ে দিয়েছে হায়, সে আমায়" কবিতায় একটি কমেন্ট । দাও দাও আমাকে থ্যাঙ্ক ইউ দাও....... "আমিও জনক হবো, একদিন দেখ জননী তোমাকে করে; মেয়ে মনে রেখ। " কথাটি'র পরে স্পেস দেওয়াতে, কত বেটার লাগছে না? বড়দের কথা শুনতে হয়, বুঝেছ লক্ষী ছেলে? এই শুন দিদিকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, তুমিই বলো "জাপ্টা" অর্থ কি ? ভিজে যাবে চোখের কাজল, ভাসি আমি এ যেন কোন অজানায় সে আমায়। " এইইইইইইইইই............ আমি বুঝেছি এই শেষ কথাটির মানে....... ভাসি আমি এ যেন কোন অজানায় সে আমায়...... মানে সে আর আমি..... ঠিক না? ঠিক হয়নি? উফ্ আমিই একটা গাধা ।

সকাল আসে সকালবেলার মতো আমার হৃদয় তোমাতে নিহত..... কাল এই সময়ে, তোমার সাথে কথা বলছিলাম । এখনও কি বলছি না? উপরের কথাটি কাল সকালে স্ট্যাটাস এ লিখেছি। তুমি দেখনি । কাল রাতে তোমাকে এতবার অনুরোধ করার পরেও তুমি........ এই স্ট্যাটাস আমি কেন ণিখেছি? কার জন্য....................................... যারা কমেন্ট করেছে, তাদের জন্য? তুমি কমেন্ট করো নাই, তারা মানে কি তোমার চেয়ে তারা আমাকে বেশী কেয়ার করে? আমি কি তোমার অবহেলার পাত্রী হয়ে যাচ্ছি, ধীরে ধীরে? আমি চিঠির শেষে লিখি, তোমার .......... তুমি তো কখনো লিখনি, তোমার ...... না অভিযোগ নেই এই ব্যাপারে... শুধু , লজ্জা কাজ করে.... কারও কাছে একা একাই কিভাবে মানুষ নিজেকে মূল্যহীন করে তুলে, নিজের আচরণে বুঝতে পারছি। বুঝতে পেরেও লাভ নেই... কারণ এই আচরণ শুধরে নেয়ার কোনো প্রয়োজন অনুভব করছি না।

যেমন তুমি প্রয়োজন অনুভব করো না, ওভাবে লেখার............ ২জনেই ২জনের অনুভবে স্থির। আও-গে যাব তুম সাজনা আঙ্গনা ফুল খিলেঙ্গে বারসে-গা সাওয়ান, বারসে-গা সাওয়ান ঝুম ঝুম কে... দো দিল এ্যায়সে মিলেঙ্গে... ___ বন্ধু, যখন তুমি আসবে উঠান ভরে যাবে ফুলে ফুলে... প্রবল পড়বে বৃষ্টি........ ঝুম-ঝুম-ঝুম...... এভাবেই দেখা হবে দুই হৃদয়ের..... __________________________ ঘুম হয়েছিল, সে এসেছিল কাছে; শক্ত বাহু-তে তার উফ এনেছিল বুকে, উম্মাদ দুর্বার... মোর, অধর-স্পর্শে তার বুক হলো লাল রাত শেষে-ভোরে ভালোবেসে-বেসে সে মাতাল... চুপ চুপ চুপ...... খাবার আনতে যাচ্ছি । এবার খুশী তো? সবসময়ই তোমারই জিত... তাতে আমার কোনো আপত্তিও নাই.... যাচ্ছি... আমি শাওয়ার এ যাচ্ছি... ইদানীং শাওয়ারের ভেজা জল গুলো, মাথা থেকে পা পর্যন্ত নামতে নামতে ডাকতে থাকে... মিতু মিতু মিতু..... গলার স্বরে-সুরে একটি গভীর ষড়যন্ত্র টের পাওয়া যায় । কে যেন তাদের শিখিয়ে দিয়েছে - ভাবটি এমন.... একবার যদি বুঝতে পারি, জানতে পারি মূল ষড়যন্ত্রকারীর নাম... তাকে এমন আছাড় দিব... এই শুন......... আমার শাওয়ার করতে ২০ মিনিট লাগবে । এর মধ্যে তুমি একটি লেখা লিখে পোস্ট করে দিবে প্লীজ... লেখটির প্রথম লাইন হবে... আমিও জনক হবো, একদিন দেখ জননী তোমাকে করে; মেয়ে মনে রেখ... নীচের এই ছবিটি ট্যাগ করবে প্লীজ ।

পাশে ট্যাগ করবে - উপরে বা নীচে না । এই ১টি ছবিই ট্যাগ করবে । আর একটি কথা, কবিতা লিখতে হবে এমন কোন কথা নেই । গদ্যও লিখতে পারো । তবে প্রথমে এই লাইন দুটিই দিবে ।

এগুলো সবই অনুরোধ । অনুরোধ রাখা, বা, না রাখার সম্পূর্ণ স্বাধীনতা তোমার আছে । এর ফলাফলের সাথে তোমার-আমার কোনো দাম্পত্য কলহ সৃষ্টির সম্ভাবনা নেই । শাওয়ার এ যাচ্ছি... তোমার আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.