আমাদের কথা খুঁজে নিন

   

তাজিয়া বিলাপ গাইতে গাইতে একটা বাদি গাছ দেখে থামলে মনে পড়লো তালপাতার সেপাই



একটা খোলা তরোয়াল ছিল ঝুল মেখে, দেখিনিতো তারো আগে মুগ ও মুশুরির ক্ষেতে ক্ষত হয়ে তিনিতো এলেন, একটা সানাই বাজেনি বাজেনি কতকাল গিয়ে দেখি খুলে সমূহ সম্ভাবনার দরোজাটি আঁকা আলতার রেণু লিলুয়া দুপুর তার পায়ে। নিহত ঘুঙুর পেলে হোতো, একশিলা পাহাড় তো দূরে আছে টিলা মরিচের বন ধরে টিয়া পারে না পারে না ছুটে যেতে কথা কার কানে বেজে ঘরময় ঝুম মেরে থাকে বাজিয়ে ছোটে না সেই একা কয়েকজনের থেকে একা ঘুঙুরের শব্দ মাখিয়ে। এ কথাই বলে যাওয়া থাকে আর শেষমেষ কিছুতো বাকী না রেখে পাই নাতো বাতাসের বাস শুঁকে শুকে ঠোঁটের লাগাম চোখে দেখা মনে থাকে নাতো মনে থেকে ঘুমে থাকে চোখ কিন্তু নাগাল পাই যার থেকে তার দূরে বসে থাকি বসে থাকি। একটা তরোয়াল খুলে থেকে ভুলে থাকে তাজিয়া বিলাপ সমর মাতাল যুগে নাচ নাচ রক্তপামর একা থাকি কয়েকজনের থেকে একা- দোহাই আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।