আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দ নেই অর্থ নেই ২

এলোমেলোই না হয় বাতাসে মিলিয়ো, কি দরকার পাহাড়ে হাহাকার লেখার

অতীত একদিন রাজ্যপাট সাজিয়ে বসেছিলাম আজকাল নেহাৎ টুকটাক ব্যবসা করি হয়তো কোনোদিন সকালে পাততাড়ি গুটিয়ে চলে যাব কোথাও হয়তো ভিক্ষা করে বেড়াব সুখি নারীদের গৃহে একদিন রাজ্যপাট সাজিয়ে বসেছিলাম তখন আমার টাঁকশাঁল ছিল, মন্ত্রিপরিষদ ছিল, ছিল পচিশ লক্ষ নাগরিক আমার মহাকাশযানের বহরও ছিল আজকাল তোমাদের সাথে ব্যবসা করি তোমরা আমার বাড়িতে বিস্কুট খেয়ে যেও কিন্তু একদিন আমি রাজ্যপাট সাজিয়ে বসেছিলাম হয়তো সূখী নারীরা আমাকে ভিক্ষা দেবে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।