আমাদের কথা খুঁজে নিন

   

ব্লু-রে কী ও কিভাবে কাজ করে

সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
ডিজিটাল সাউন্ড ও ভিডিওর জগতে DVD একটি পরিচিত নাম। একটি সিঙ্গেল লেয়ার DVD-র ক্যাপাসিটি 4.7 GB। একটি সোয়া ২ ঘন্টার স্ট্যান্ডর্ড ডেফিনিশন কোয়লিটি মুভির ডিজিটাল সাইজ প্রায় 4.6 GB। মুভির ভিডিও কোয়লিটি আরো ভালো করার জন্য ইদানিং ব্যাবহার হয় হাই ডেফিনিশন (HD) প্রযুক্তি।

হাই ডেফিনিশনে ব্যান্ডওয়াইথ ডিবিডি থেকে ৫ গুণ বেশি। সুতরাং সোয়া ২ ঘন্টার মুভির ডিজিটাল সাইজ হবে প্রায় 23 GB। এ প্রয়োজন থেকেই Blu-ray Disc (BD) এর সৃষ্টি। ব্লু-রে ডিস্ক হচ্ছে পরবর্তী জেনারেশনের অপটিক্যাল ডিস্ক ফরমাট। একটি সিঙ্গেল লেয়ার BD-র ক্যাপাসিটি 25 GB।

আর ডুয়েল লেয়ার হলে 50 GB। DVD ডিস্কে ডাটা লেখা ও পড়ার জন্য ব্যাবহার হয় রেড রে প্রযুক্তি। কিন্তু BD ডিস্কে ব্যাবহার হয় ব্লু-ভায়োলেট রে প্রযুক্তি যার wavelength 405 nm। ওয়েব লেন্‌থ ছোট হওয়াতে ব্লু-ভায়োলেট রে ডিবিডি-র চেয়ে ৫ গুণ সুক্ষ ও ঘনভাবে সংরক্ষিত ডাটা নির্ভুলভাবে পড়তে ও লিখতে পারে। সম্প্রতি পাইয়োনিয়ার কোম্পানী BD ডিস্কে ২০টি লেয়ার সৃষ্টি করে এর ক্যাপাসিটি ৫০০ গিগা বাইটে উত্তীর্ণ করেছে।

তবে এটি এখনো বাজারে আসেনি। উল্লেখ্য, এই ডিস্কের নাম Blu-ray Disc, Blue-ray Disc নয়। সংক্ষেপে BD, BR বা BRD নয়। BD প্লেয়ারে সি ডি ও ডি বি ডি চলবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.