জীবনের প্রতিটি বাঁক থেকে শিক্ষা নেয়া প্রয়োজন
পাইরেটস নিয়ে কোন মুভি হলে আমরা আমাদের স্বভাবগত ভাবেই জনি ডেপ এর পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ন এর সাথে তুলনা করা শুরু করে দিবো। আর্ডম্যান অ্যানিমেশন প্রোডাকশন কোম্পানীর দ্যা পাইরেটস ও হয়তো সেরকম কোন ট্যাগিং এর মধ্যে পড়ে যেতো যদি এটা অ্যানিমেশন মুভি না হতো।
এই মুভিতে ভয়েস দিয়েছে হিউ গ্র্যান্ট এবং সালমা হায়েকের মতো গুনী অভিনেতা/অভিনেত্রী। গল্প লিখেছেন গিডো ডিফু কিন্তু এটার স্ক্রিপ্ট তৈরী করেছেন মিঃ বিন'স হলিডে এবং জনি রিবর্ন ইংলিশ মুভির স্ক্রিপ্ট্রাইটার হামিশ ম্যাকোল।
রেটিং: আইএমডিবি তে সারে সাত হাজারের দর্শকের ভোটে ৬.৮ আর রোটেন টমেটোসে মিটারে ৮৬% আর ৭৪ হাজার দর্শকের ভোটে ৬১%
ও হ্যা, আমিতো বলতে ভুলেই গিয়েছিলাম যে এটা একটা 3D মুভি।
কিন্তু বাংলাদেশে যেহেতু এটা 3D সিস্টেমে দেখার সুযোগ নেই আপাতত, সেহেতু ডিভিডিরিপ বা ব্লুরিপ ই ভরসা।
পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়নের মতোই এই অ্যানিমেশন মুভিতেও হাস্যরসে ভরা। আসলে বেশীরভাগ অ্যানিমেটেড মুভি অ্যাকশন হয় অথবা কমেডি ধাঁচের হয় (কিছু যে আলাদা নয় তা কিন্তু নয়)। পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ন মুভির প্রোটাগনিস্ট একজন ক্যাপ্টেন। যিনি অনেকগুলো 'পাইরেট অফ দ্যা ইয়ার' এ ক্রমাগত হেরে অন্যান্য পাইরেটদের কাছে হাস্যরসের ব্যক্তিতে পরিনত হয়েছে।
অন্যান্য পাইরেট ক্যাপ্টেনদের ঝাকঝমক আর লুট করা অর্থ দেখে সে হেরে যাবে ভেবে শুরুতে প্রতিযোগীতায় অংশ নেবেনা ভাবলেও অতি শিগ্রী তাকে দেখা যাবে নাম লেখাতে। তারপর কি হয়? ক্যাপ্টেন পাইরেট কি পারে সেই আকাংখিত 'মোস্ট বুটি' খেতাব জিততে? নাকী আবার হেরে গিয়ে অন্যান্য পাইরেটদের হাসির পাত্র হয়? জানতে হলে আপনাকে দেখে ফেলতে হবে দ্যা পাইরেটসঃ ব্যান্ড অফ মিসফিটস।
ডিভিডিরিপ সহ ব্লুরিপ এর টরেন্ট লিঙ্ক দেয়া আছে। একি সাথে দেয়া আছে মিডিয়াফায়ারের লিঙ্ক, এবং ইয়ু নো হোয়াট!! মিডিয়াফায়ারের লিঙ্কগুলো অ্যাক্টিভ
ডাউনলোডের লিঙ্কঃ
মিডিয়াফায়ার এর লিঙ্কসমূহ - ব্লুরে
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
Password: ddmf
টরেন্ট লিঙ্ক
ডিভিডি রিপ -- ৬৯৭ মেগাবাইট
বিআর রিপ -- ৭০০ মেগাবাইট
ব্লুরে ৭২০পি -- ৩.৩ গিগাবাইট
ভাল থাকবেন
*ওয়াচে থাকতে দিয়েছিলাম একবার। তেমন কেউ পড়েনি।
আবার দিলাম। ধন্যবাদ কালা মনের ধলা মানুষকে যিনি একাই সেই পোস্টে ৩ টা কমেন্ট করে মোট কমেন্ট এর সংখ্যা ১০ এ উপনীত করেছিলেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।