পাখি পর্ব চলছে
গতকাল যখন বৃষ্টি শুরু হলো, সাথে শিলা- আমিতো চইলা গেঝছিলাম অনেক দিন আগের বরফ কুরানোর কালে। আহা...বালতি ভর্তি বরফ! তো বয়স তো আর কম হইলো না, ভাবলাম রাজশাহীতেওতো অনেক ভিজেছি, যাদের সাথে ভিজেছিলাম তাদের অনেকের সাথে কথা নাই। তো কি হইছে। মারিয়া আছে না!!ফোন দিলাম। রিসিভও করলো। কিন্তু বললো ব্যস্ত।
কী যে মনে হইলো না। এমন বাদল দিনে সে ব্যস্ত ক্যান???
আমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।