স্বপ্নের হাতছানি আমাকে কাছে টানে, যদিও জানি এটা মরিচিকার মত। আমি হৃদয়ের কথা বলিতে ব্যকুল শূধাইলনা কেহ।
মোবাইল এমন একটা মাধ্যম যা প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর ব্যবহার হয়। অথচ আমর দৃষ্টিকোন বর্তমান যুব সমাজের কাছে অপ্রয়োজনেই ব্যবহার হয়ে থাকে। যেমন ধরেন আমার পরিচিত অনেকেই আছে যারা শুধু কথা বলার জন্যই কথা বলে।
যেমন ইউসুফ একজন। সে আমার বাড়ির পাশের ভাই। তার মোবাইলে প্রতিদিন নূন্যতম ৫০ টাকা খরচ হয়। অথচ এটা কোন প্রয়োজননেই ব্যবহার হয় না। সে মুলত একটা মেয়ের (তার প্রমিকা) সাথে কথা বলে।
প্রতিদিন কোন না কোন বিবাদ করবে তার সাথে , তারপর বিবাদ মেটাতে ঘন্টার পর ঘন্টা কথা বলবে। এসময় তার কাছে যাওয়া যাবে না। গেলে বিরক্ত হবে। এই যে সময় ও টাকা নস্ট তার কোন মানে আছে ? তার কাছে হয়তো আছে। আমি তা জানিনা।
এতো গেল ইউসুফের কথা। এরকম হাজার হাজর লাখ লাখ ইউসুফ আছে সারা বাংলাদেশে। কত সময় , টাকা ও মেধা নষ্ট করছে তার কোন ইয়াত্তা নেই। এদের কি করা উচিত ?
অনেকে আছে তারা একনিষ্ঠ ভাবে একজনের সাথে প্রেম করে। এটা ভালো লক্ষন তবে কয় জনে এটা কারে ? বেশির ভাগ্ই প্রতারক।
যারা একনিষ্ঠ ভাবে একজনের সাথে প্রেম করে তারা হয়তো ভালো করে ? আরো লিথতে ইচ্ছা করলেও এখন লিখতে সময় পাচ্ছি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।