নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ
পরথম বিড়ি ধরাইছিলাম সেভেনে থাকতে; আমাগো বাড়িতে আমার খালু আইছিল রাত থাকবার লাই, হেই ব্যাটা এক বিড়ির আগুনে আরেকখান ধরাইত। রাইতে হ্যারে থাকতে দিচিল আমার রুমে, আমার তহন ফার্স্ট-টার্ম পরীক্ষা চলতেচে। হ্যায়, বালিশের কাচেই প্যাকেটটা রাকচিল, যেই হ্যায় ঘুমাইচে, অমনি প্যাকেন থিকা একখান গায়েব কইরা দিচি। এরপর বাপের হাতে ধরা পইরা পিটানিও খাইছি, হেইজন্য কলেজ উঠার আগে আর খাইতে পারিনাই। এহন খাইতে কুনো বাধা নাই; বিড়ি খাওয়ার ১২বছর পূর্ণ হইল আজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।