আমাদের কথা খুঁজে নিন

   

পরথম আলু আর বিয়া প্রসঙ্গে কথকথা

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

ইদানিং কিন্তু ‘বাল্যবিবাহ বাইড়া গেছে’ টাইপের খবর অনেক আসতেছে পেপার পত্রিকায়। পরথম আলু খুল্লেই এমুন অনেক খবর জানন যায়। গ্রামের দিকে বিশেষ কইরা এই সব ঘটনা বেশি হইতাছে বইলা শুনা যাইতেসে। এমুন একডা খবর পাওয়া গেল ২৯ অকটুবরের পরথম আলু-তে।

হেরা জানাইসে যে সাভারে এক মাইয়া নাকি স্কুলে যাইবার পারতাসে না। এক ইভ-টিজার হেই মাইয়ারে জ্বালাইয়া মারতাসে। মাইয়ার বাপ আর পারে নাই যুদ্ধ কইরা টিইক্যা থাকবার। শেষম্যাস একডা পুলা দেইখ্যা মাইয়াডার বিয়া ঠিক করছে। কিন্তু মাস্তানরা গেল ২৮ অকটুবরে মাইয়ার বাড়িত গিয়া হুমকি দিসে, পরে হেড মাস্তানের বাপেও হুমকি দিসে।

ভয়ে মাইয়া আর মাইয়ার বাপ তো অস্থির। বিয়া হয় কি না হয় – এমুন দশা! এমুন সমুয়ে পরথম আলু-র সাভার পরতিনিধি ভাইজান সব ব্যাপক ভাবে শুনবার জন্য মাইয়ার বাড়িতে যান। গিয়া দেখেন যে অবস্থা বিশেষ ভালা না। তাই সে এলাকার সংসদ সাহেবরে ফোন কইরা এলাকার পেস্টিজ রাখার জন্য কইলো। আর আমরা কে না জানি, এই সময়ে ইভ-টিজিং করতাসে যারা হেগোর মাথার উফরে ক্ষমতাসীনদের কেউ না কেউ বইস্যা আছে।

এলাকার সংসদ মওকা দেইখ্যা ফাল পাইড়া আইসা হাজির। হের হুকুম পাইয়া থানার ওসি-মিয়াও হাজির। বর পক্ষও আইসা পরল। না আইসা পারে নাকি? যেখানে মাইয়ার পক্ষে ক্ষমতাশালীরা দাঁড়াইয়া আছে। বরের মনেকয় ‘কচি’ মাইয়া বিয়া করার ‘গোপন-সাধ’ও ছিল! যাই হোক সেই লাইনে না যাই আমরা।

এহন কথাডা হইল, একডা মাইয়া ক্লাস নাইন-টেনে পড়ে তার বয়স কত? ১৮ হইতে পারে না। কেম্নে হইব? এখনকার স্কুলগুলা টাইট হয়া গেসে। হেরা ১৬-১৭ বছর দেখাইয়া মাইয়াগো এসএসসি পরীক্ষায় বহায়। স্কুল-অলারা খাটাশ আছে। ‘উপবৃত্তির ট্যাকা নিবা, তাইলে আইসা বয়স কমাইয়া ভর্তি হও।

না হইলে রাস্তা মাপো বোইন’। হের জন্য মনে হইতাছে যে মাইয়ার বিয়া পরথম আলু-র পরতিনিধি ম্যানেজ কইরা দিসে, আর সাভারের এমপি সাহেব নিজে দাঁড়াইয়া দিসে, হের বয়স দেশের আইন অনুসারে বিয়ার বয়সে হয় নাইক্যা। বিয়াডা একডা সত্যিকারের ‘বাল্য-বিবাহ’ হইসে। তবে পরথম আলু-র পরতিনিধি নিজে বিয়া দিসে বইলা কথা। এইখানে কোন বলদে আইস্যা নাক গলায়? এইডা কইতে পারতেন যদি ‘কালের কন্ঠ’ বা ‘আমার দেশ’ বা ‘নয়া দিগন্ত’ পত্রিকার প্রতিনিধিরা এমন একটা বিয়া ম্যানেজ কইরা দিত।

এইডা ‘বাল্য-বিবাহ’ হইসে, এই কথা বললে কিন্তু আপ্নের চৌদ্দগুষ্ঠির যারা কব্বরে শান্তিতে শুইয়া আছে, হেগোর সুদ্ধা উদ্ধার কইরা ছাড়বো পরথম আলু। তবে সেলেব্রিটি হইতে চাইলে একবার চান্স নিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।