আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নপ্রেমী মাকড়শা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

স্বপ্নপ্রেমী মাকড়শা আমার স্বপ্নগুলো যখন টুকরো টুকরো হয়ে রাতের আকাশে ছড়িয়ে পড়ে তখন তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো অনাবিল এক সুখের স্বপ্ন চোখে নিয়ে। হৃদয় গহীনে স্বপ্নের জাল বুনতে নিষেধ করেছো বহুবার অথচ আমি এক স্বপ্নপ্রেমী মাকড়শা তোমার অস্তিত্বকে ঘিরে প্রত্যাতাশা জাল বুনে চলেছি অহর্নিশি। নির্ভিক সবুজ অরণ্য প্রবল ঝড়কে উপেক্ষা করে অটল দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে অথচ ক্ষুদ্রাতিক্ষুদ্র পঙ্গপালের আক্রমণে অসহায়ের মতো আত্মসমর্পণ করে। আমি হৃদয় উপচানো বাসনাগুলো জালের মতো বিছিয়ে রাখি প্রবল কোন ভালবাসাকে আষ্টেপৃষ্ঠে বাঁধবো বলে। শুন্যতার মাঝে অসীমকে খুঁজে পাবো বলে তোমার গভীর ঘুমে আমি দুঃস্বপ্ন ছড়াই, তোমার সুখের স্বপ্নকে ভেঙ্গে চুরমার করি আরাধ্য কোন প্রেম প্রত্যাশায়। অতঃপর তোমার আমার গুঁড়িয়ে যাওয়া সব স্বপ্নগুলো জুড়ে নতুন এক স্বপ্ন দেখতে চাই। দেখতে চাই সেই স্বপ্ন কী ভালবাসার, নাকি শুধুই উপেক্ষার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.