আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে
দেওড়িতে দাড়িয়ে তোমার অপেক্ষায় ছিনু
সকালটা পেরিয়ে বিকেল হল
সাঝটাও গেল
রাতটাও গেল বুঝি, এই বলে।
তোমার বিধাতারে কহিলুম
কি হে কোথা একটিবার পাঠও তারে
দু'দন্ড কথা টি কই।
তা শুনবে কেন?
তুমি তো আমার নও।
আমি বলি আর তুমি শুনো
লোকে বলুক এই গেলো রে
ম্লেচ্ছো ডাকে সাড়া দেয়
এ যেন বিধাতার ধর্মটাও গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।